Advertisement
Advertisement

Breaking News

Victor Banerjee

স্টার নয়, ‘মাটির মানুষ’, এসি গাড়ি ছেড়ে টোটো চড়েই শুটিংয়ে যেতেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

'রক্তবীজ' ছবির শুটিং ফ্লোরের প্রাণ হয়ে উঠেছিলেন অভিনেতা।

victor Banerjee prefer toto rickshaw than AC car| Sangbad Pratiidn
Published by: Akash Misra
  • Posted:October 10, 2023 11:10 am
  • Updated:October 10, 2023 12:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় মুক্তি পাচ্ছে টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। এই ছবিতেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। নন্দিতা রায় ও শিবপ্রসাদের ছবিতে এই প্রথমবার দেখা যাবে টলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে। তবে যার স্টারডম টলিপাড়া ছাড়িয়ে, গোটা দেশ, বিদেশে ছড়িয়ে পড়েছে, সেই মানুষটা কিন্তু একেবারেই মাটির মানুষ। যার প্রমাণ, ‘রক্তবীজ’ ছবির গোটা টিম।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

Advertisement

শুটিং ফ্লোরের অন্দরের খবর অনুযায়ী, ‘রক্তবীজ’ ছবির শুটিংয়ের সময় তাঁর জন্য রাখা এসি গাড়ি ব্যবহারই করতে চাইতেন না ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বোলপুরে যেখানে শুটিং চলত, সেখানে গাড়ি করেই পৌঁছতে হতো। কিন্তু ভিক্টর, এসি গাড়ি নেননি। বরং বেছে নিয়েছিলেন টোটোকে। টোটো করেই রোজ শুটিং ফ্লোরে যাওয়া আসা করতেন অভিনেতা। শুটিং টিমকে স্পষ্ট ভিক্টর জানিয়ে ছিলেন, আমার এসি গাড়ির দরকার নেই। টোটোই যথেষ্ট। শুধু তাই নয়, শুটিং ফ্লোরে রোজ কলাকুশলীদের কুশল সংবাদ নিতেন ভিক্টর। সুযোগে পেলে গল্প-আড্ডাতেও মেতে উঠতেন। এত বড়মাপের অভিনেতা, কিন্তু স্টারের তকমা ঝেরে ফেলে ভিক্টর বন্দ্যোপাধ্যায় একেবারেই মাটির মানুষ। তাই তো ‘রক্তবীজ’ ছবির শুটিং ফ্লোরের প্রাণ হয়ে উঠেছিলেন অভিনেতা।

Advertisement

প্রসঙ্গত, ২০১৪ সালে বর্ধমান বিস্ফোরণের কথা ভাবলে দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের এক দোতলা বাড়িতে ভয়ংকর বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই মহিলা দ্বার আটকে গোটা বিল্ডিং উড়িয়ে দিয়ে তথ্য-প্রমাণ লোপাটের হুমকি দেয়! যদিও নারকীয় সেই ঘটনার পর গ্রেপ্তার হয়েছিল দুজনেই। কিন্তু কেন এক লোকালয়ে এমন ঘটনা ঘটে? তার নেপথ্যের রহস্যই বা কী ছিল? তাই এবার ফাঁস হবে পুজোয়। বিষয় ভাবনার জন্য় পুজোর ছবির বক্স অফিসে গেম চেঞ্জার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ‘রক্তবীজ’।

[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ