Advertisement
Advertisement

Breaking News

Kangana Uddhav

‘আপনাদের অবহেলায় এত জনের মৃত্যু’, মুম্বইয়ে আবাসন দুর্ঘটনায় উদ্ধব সরকারকে নিশানা কঙ্গনার

ভিওয়ান্ডির বহুতল ভেঙে মোট ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে।

Actress Kangana Ranaut slams Uddhav Thackeray for Bhiwandi building collapse incident| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 24, 2020 3:29 pm
  • Updated:September 24, 2020 3:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানালির বাড়িতে ফিরে গেলেও উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সরকারের সমালোচনার সামান্যতম সুযোগও ছাড়তে নারাজ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার অভিনেত্রী তোপ দাগলেন থানের ভিওয়ান্ডি এলাকার বহুতলে ভেঙে পড়ার ঘটনা নিয়ে। সোমবার ভোররাত ৩টে ৪০ নাগাদ বহুতলটি ভেঙে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার উদ্ধারকাজ বন্ধ করা হয়। সেই খবর শেয়ার করে টুইটারে (Twitter) কঙ্গনা লেখেন,

“উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, বৃহণ্মুম্বই পুরনিগম যখন বেআইনিভাবে আমার ঘর ভাঙছিল তখন যদি এই বহুতলেও অতটা গুরুত্ব দেওয়া হত, তাহলে আজ প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হত না। এত জওয়ান তো পুলওয়ামায় পাকিস্তানের হামলাতেও শহিদ হননি যতজন আপনাদের অবহেলার জন্য মারা গেলেন। ভগবান জানেন মুম্বইয়ের কী হবে! করজোড়ে প্রার্থনা রইল।”

Advertisement

[আরও পড়ুন: মুসলিম পরিবারের সন্তান হয়েও পুজো নিয়ে ফেসবুকে পোস্ট, মৌলবাদীদের রোষে মীর]

ঘটনায় কঙ্গনার পক্ষেই সায় দিয়েছে বম্বে হাই কোর্টও (Bombay High Court)। বৃহন্মুম্বই পুরনিগমকে ভর্ৎসনা করে বলা হয়েছে, যত তাড়াতাড়ি কঙ্গনার ঘর ভাঙা হয়েছে, ততটা দ্রুততা অন্য বিষয়ে দেখালে দুর্ঘটনা ঘটত না। সেই টুইটও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “সত্যমেব জয়তে”

 

[আরও পড়ুন: কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলার জের, পাঞ্জাবে কঙ্গনার কুশপুতুল পোড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ