সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। খবর অনুযায়ী,সাইবার নিরাপত্তা আইনে অভিনেত্রী ও তাঁর স্বামী রাকিব সরকারে বিরুদ্ধে মামলা দায়ের করেছিল গাজীপুর পুলিশ। সেই মামলায় মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পলাতক মাহিয়ার স্বামী রকিব।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি মাহিয়ার স্বামী ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে মাহির ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বাড়িতে ঢুকলেই গুলি করা হবে’, দরজার বাইরে ফলক ঝুলিয়ে হুমকি কঙ্গনার! ]
এছাড়া ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’রও অভিযোগ করেন রকিব। এদিকে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলার ভিত্তিতেই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
View this post on Instagram
রাকিব সরকার ও মাহিয়া মাহি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। শনিবারই তাঁরা বাংলাদেশে ফেরেন। তারপরই গ্রেপ্তার হন মাহি।