Advertisement
Advertisement
Paoli Dam

নামবদলে রাজনীতিতে পাওলি! নারীর ক্ষমতায়নের পক্ষে লড়বেন অভিনেত্রী

পাওলি দামকেও এবার দেখা যাবে রাজনীতিকের ভূমিকায়।

Actress Paoli Dam to play politician in her new web series

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:March 15, 2024 2:44 pm
  • Updated:March 15, 2024 3:10 pm

বিদিশা চট্টোপাধ‌্যায়: রাজনীতি আর গ্ল্যামারদুনিয়া এখন ওতোপ্রোতভাবে জড়িত। সিনেজগতের তারকাদের বর্তমানে রাজনৈতিক ময়দানে অবাধ বিচরণ। পাওলি দামকেও এবার দেখা যাবে রাজনীতিকের ভূমিকায়। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। শুরু হচ্ছে অরিত্র সেনের নতুন ওয়েব সিরিজ ‘জুলি’-র শুটিং। পাওলি ছাড়াও অন‌্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক সেন, শ্রুতি দাস ও গৌরব চট্টোপাধ‌্যায়রা।

নারীর ক্ষমতায়নের কাহিনির মুখ্য ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। ‘কালী সিজন টু’-এর সাফল্যের পর আবার অরিত্র সেনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘জুলি’তে দেখা যাবে অভিনেত্রীকে। মানব পাচারচক্রে জড়িয়ে যৌনপল্লিতে ঠাঁই পাওয়া ‘জুলি’র রাজনীতিতে ক্ষমতা দখলের লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। ‘জুলি’র চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। স্থানীয় নেতার মেয়ের বিরুদ্ধে তার লড়াই। এই চরিত্রে থাকছেন শ্রুতি দাস। এবং রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও ইন্টারেস্টিং চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ‌্যায়।

Advertisement
According to some netizen Palan should get national award, Here is how Paoli Dam reacted
ছবি – শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

‘আড্ডাটাইমস’-এ এই ৭ এপিসোডের লিমিটেড সিরিজ প্রকাশ পাবে এই গ্রীষ্মেই। পরিচালক অরিত্র সেন জানালেন, “জুলি’র চোখ দিয়ে দেখা এই গল্প একটা অন্য পার্সপেক্টিভ যোগ করবে। সেই সঙ্গে প্রান্তিক মানুষদের মেনস্ট্রিম রাজনীতিতে নিজের জায়গা করে নেওয়ার যে লড়াই, সেটা দেখাতে চেয়েছি। ‘দুর্বার’-এর সঙ্গে আমার যোগাযোগ আছে, ওদের কাজের সঙ্গেও যুক্ত থেকেছি। এই প্রান্তিক মানুষদের মূলস্রোতে টিকে থাকা এবং ভেসে থাকার যে প্রতিদিনকার যুদ্ধ, সেটা দেখেছি। সেখান থেকেই ‘জুলি’র চরিত্রটা ডেভেলপ করেছি, যে কিনা আজকের দিনের দলীয় রাজনীতির সঙ্গে যুদ্ধ করতে পারবে।” অরিত্রর তত্ত্বাবধানে এই সিরিজের গল্প, কনসেপ্ট এবং চিত্রনাট্য তৈরি করেছেন অভ্র চক্রবর্তী, শান্তনু মিত্র নিয়োগী, অনুপ্রিয়া দত্ত, আরণ‌্যক চট্টোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: চকোলেট কামড়াতেই পোকা! ‘দায়িত্ববান হোন’, জনপ্রিয় সংস্থার উপর মারাত্মক চটলেন সোহম]

পাওলি জানালেন, “কালী’র পর অরিত্রর সঙ্গে আবার কাজের কথা হচ্ছিল। এই কনসেপ্টটা যখন শুনি, চরিত্রের গ্রাফটা আমার খুবই ভালো লাগে। একজন মূল সমাজ থেকে বিচ্যুত নারী তার নিজের অধিকারের জন্য লড়ছে, তার মতো আরও অনেক নারীর সম্মান এবং অধিকারের জন্য লড়াই করছে, সেটা আমার ভালো লেগেছে। একই সঙ্গে এমপাওয়ারিং এবং বহুস্তরীয় চরিত্র।” পাওলির সঙ্গে কথা বলে জানা গেল, জুলির চরিত্রের তিন থেকে চার রকমের লুক আছে, যা খুব শীঘ্রই সামনে আসবে। রিয়‌্যাল লোকেশনে শুটিং করতে পারবেন জেনে পাওলি খুবই উত্তেজিত।

ক্যামেরার দায়িত্বে থাকছেন বাসুদেব চক্রবর্তী। পরিচালক অরিত্র এও জানালেন, “মিউজিক এই সিরিজে গুরুত্বপূর্ণ। কলকাতার রেড লাইট এরিয়ার যে হারিয়ে যাওয়া লখনউ ঘরানার সংগীত তার একটা রেশ থাকবে এবং একই সঙ্গে আধুনিক মিউজিকের প্রাবল‌্য যেভাবে গ্রাস করেছে সেই ট্রান্সফরমেশন থাকবে।” মিউজিকের দায়িত্বে রয়েছেন নবারুণ বোস। ‘জুলি’র শুটিং শুরু হচ্ছে মার্চের শেষার্ধে।

[আরও পড়ুন: মাতৃহারা শাশ্বত চট্টোপাধ্যায়, মুম্বইতে সব কাজ বাতিল করলেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ