BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা

Published by: Suparna Majumder |    Posted: June 4, 2023 8:07 pm|    Updated: June 4, 2023 8:36 pm

Actress Sulochana Latkar passes away | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেত্রী সুলোচনা লাতকর (Sulochana Latkar)। ২৫০-র বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৫০-এর বেশি মারাঠি ছবি রয়েছে ঝুলিতে। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। ৯৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।

Sulochona-2

১৯২৮ সালে জন্ম সুলোচনার। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তাঁর। চারের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন অভিনেত্রী। তবে বলিউডের দর্শকরা তাঁকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

[আরও পড়ুন: ফিল্মফেয়ার ট্রফি হয়েছে বাথরুমের দরজার হ্যান্ডেল! ফের বিতর্কিত মন্তব্য নাসিরউদ্দিনের]

সুলোচনার মৃত্যুর খবর জানান তাঁর মেয়ে কাঞ্চন ঘানেকর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ৯৪ বছরের অভিনেত্রী। মুম্বইয়ের দাদর এলাকার শুশ্রুষা হাসপাতালে ভরতি ছিলেন। রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, অভিনেত্রীর দেহ অন্তিম দর্শনের জন্য প্রভাদেবী রেসিডেন্সে রাখা থাকবে। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে হবে শেষকৃত্য।

Sulochona-1

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সুনীল দত্ত, রাজেশ খান্না এবং দেব আনন্দের মায়ের চরিত্রে অভিনয় করতে তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য ছিলেন। তবে অমিতাভের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মজবুর’, ‘রেশমা ও শেরা’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

[আরও পড়ুন: টি-শার্ট, প্যান্ট পরে মন্দিরে যেতেই কটাক্ষের শিকার, মোক্ষম জবাব দিলেন কোয়েল ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে