সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-শার্ট আর প্যান্ট পরে মন্দিরে গিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তাতেই আপত্তি নেটিজেনদের একাংশের। কেন এমন পোশাক পরে মহাদেবের মন্দিরে গিয়েছেন? সেই প্রশ্ন তোলা হয়েছে অভিনেত্রীর শেয়ার করা ভিডিওর কমেন্টবক্সে। মোক্ষম জবাব দিয়েছেন তারকা।
মিতিন মাসি হয়ে সিনেমার পর্দায় ফিরবেন কোয়েল। তার জন্যই গত কয়েকদিন ধরে জঙ্গলে শুটিং করছেন। রবিবার ঝাড়খণ্ড থেকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যাতে তাঁকে জঙ্গলের ভিতরে অবস্থিত মহাদেবের মন্দিরে যেতে দেখা যায়। অভিনেত্রীর পরনে ছিল টি-শার্ট আর ফ্লোরাল পাজামা।
View this post on Instagram
[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী! কী বললেন অভিনেতা?]
“বাঙালি বা হিন্দু হিসেবে আপনার শাড়ি বা সালোয়ার পরে মন্দিরে যাওয়া উচিত। আমি আপনাকে জাজ করছি না কিন্তু এটা আমাদের সংস্কৃতি”, এমন মন্তব্য করা হয়েছে কোয়েলের ভিডিওতে। মন্তব্যের জবাবে কোয়েল লেখেন, “ভক্তি মনের ব্যাপার, পোশাকের নয়… আমিও আপনাকে জাজ করছি না।”
সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘সারান্ডায় শয়তান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Mashi)। পুজোতেই মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ছবিটি।
View this post on Instagram
[আরও পড়ুন: সাংসদ দেবের নায়িকা হচ্ছেন, তার আগেই মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোয় ‘মিঠাই’ সৌমিতৃষ্ণা]