Advertisement
Advertisement

Breaking News

Abu Tauhid Heron

মাত্র ৩৮ বছরেই মৃত্যু পরিচালক হিরণের, বন্ধ ঘরে উদ্ধার দেহ!

কিছুদিন বাদেই পরিচালকের নতুন ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।

'Adam' famed Director Abu Tauhid Heron Passes Away
Published by: Suparna Majumder
  • Posted:April 16, 2024 10:57 am
  • Updated:April 16, 2024 10:57 am

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের বিনোদন জগতে শোকের আবহ। মাত্র ৩৮ বছরেই মৃত্যু পরিচালক আবু তাওহীদ হিরণের। ঢাকার মগবাজারের ফ্ল্যাটের বন্ধ ঘরে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। এমনটাই জানা গিয়েছে। সংবাদমাধ্যমের কাছে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন ফ্ল্যাটের কেয়ারটেকার গাজী নজরুল এবং তাঁর প্রতিবেশী ইকরাম।

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তব আর জীবনবোধের গল্প নিয়ে ‘আদম’ সিনেমা তৈরি করেছিলেন হিরণ। এর পর ‘রং রোড’ নামে আরও একটি সিনেমা তৈরি করেন তিনি। সেই ছবি এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু তার আগেই ঘটে গেল এই ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে হতাশা, আচমকা কী হল হিনা খানের? অভিনেত্রীর পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা ]

জানা গিয়েছে, খুলনার খালিশপুরে আবু তাওহীদ হিরণের গ্রামের বাড়ি। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোরে ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীকে ফোন করেন হিরণ। জানান, তাঁর বোধহয় স্ট্রোক হচ্ছে। এই খবর পেয়েই ছুটে যান রক্ষী। কিন্তু পরিচালকের ঘর ভিতর থেকে আটকানো ছিল।

Advertisement

উপায়ন্তর না দেখে হিরণের প্রতিবেশীদের ডাকেন নিরাপত্তারক্ষী। তাঁদের সাহায্য নিয়ে দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে তাঁরা সংজ্ঞাহীন অবস্থায় হিরণকে দেখতে পান। কোনও পালস ছিল না তাঁর। পরে চিকিৎসক পরিচালককে মৃত বলে ঘোষণা করেন। তরুণ পরিচালকের এই আকস্মিক মৃত্যুতে শোকাহত বাংলাদেশের বিনোদন জগতের মানুষজন। পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টরস গিল্ডের নেতা কামরুজ্জামান সাগর-সহ অনেকেই হিরণের বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করেছেন।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে গুলিবৃষ্টি, পুলিশের জালে বিষ্ণোই গ্যাংয়ের ২ শুটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ