Advertisement
Advertisement
Rupankar Bagchi

কেকে বিতর্ক অতীত, কেন্দ্রীয় সরকারের হয়ে দেশাত্মবোধক গান গাইলেন রূপঙ্কর

রূপঙ্করের সঙ্গে এই গানে রয়েছেন সোনু নিগমও।

After kk controversy Singer Rupankar Bagchi record a song for ministry of finance | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 13, 2022 9:12 pm
  • Updated:June 13, 2022 10:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু ইজ কেকে! ফেসবুক লাইভে এসে জনপ্রিয় সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর এই মন্তব্য এবং কলকাতায় অনুষ্ঠান করতে এসে কেকের মৃত্যকে টেনে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সংবাদ বৈঠক ডেকে পুরো বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছেন রূপঙ্কর। তবুও যেন বিতর্ক থামছিল না। বিতর্কের জেরে মিও আমোরের বিজ্ঞাপনী গান থেকে বাদ গিয়েছেন রূপঙ্কর। আসন্ন এক বাংলা ছবি থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁর গান। তবে এত বিতর্কের মধ্যে থেকেও সোশ্যাল মিডিয়ায় এক সুখবর দিলেন রূপঙ্কর নিজেই। ভারত সরকারের হয়ে একটি গান রেকর্ড করলেন রূপঙ্কর। ভারতের অর্থমন্ত্রকের তরফ থেকে এই গানটি আয়োজন করা হয় যেখানে রূপঙ্কর, সৌমজিৎ, সুরেশ ওয়াদেকর, সোনু নিগম সহ একাধিক শিল্পীরা রয়েছেন। বাংলা ছাড়াও এই গানটি রেকর্ড করা হয়ে মারাঠী, তামিল, তেলুগু, মালয়লম, গুজরাটি, পাঞ্জাবি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া ভাষায়। ফেসবুকে সেই গানের ভিডিওই শেয়ার করলেন রূপঙ্কর। ক্যাপশনে লিখলেন, ‘এরকম একটা সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।’

[আরও পড়ুন: হৃতিককে না জানিয়েই তাঁর ভিডিও ব্যবহার, বিজ্ঞাপন দেখে রেগে লাল অভিনেতা!]

প্রসঙ্গত, টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’য় গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। শোনা যাচ্ছে, সম্পাদনার টেবিল থেকেই নাকি বাদ গিয়েছে রূপঙ্করের গান। নিন্দুকরা বলছেন, এই নেপথ্যে নাকি রয়েছে কেকে বিতর্কই। তবে এক সংবাদ মাধ্যমে এই ছবির পরিচালক আকাশ মালাকার জানিয়েছেন, ‘কোনও বিতর্কের সঙ্গে সম্পর্ক নেই। ছবির জন্য রূপঙ্করের গান রেকর্ড করা হয়েছিল। কিন্তু পরে বুঝতে পারি ছবির গল্প কিশোর-কিশোরীদের নিয়ে। সেখানে রূপঙ্করের গলা ঠিক মানাচ্ছে না। তাই এই গানটি অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ান হবে।’ তবে পরিচালকের এই মন্তব্যর সঙ্গে একেবারেই একমত নন, টলিপাড়ার নিন্দুকদল। তাঁদের মতে কেকে বিতর্কের জেরেই ছবির গান থেকে বাদ গিয়েছেন রূপঙ্কর।

Advertisement

Advertisement

‘বয়কট রূপঙ্কর বাগচী’ (Rupankar Bagchi)। ফেসবুক লাইভে রূপঙ্করের ‘হু ইজ কেকে’ মন্তব্য ঘিরে কয়েকদিন থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেকের মৃত্যুর পর রূপঙ্করকে নানাভাবে বিঁধছেন নেটিজেনরা। অনেকের দাবি, রূপঙ্করের অভিশাপেই নাকি মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক কেকের। যত দিন এগোচ্ছে, কেকে-রূপঙ্কর বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। ফেসবুক, টুইটারে রূপঙ্করের বিরুদ্ধে তৈরি হয়েছে ‘বয়কট রূপঙ্কর’ হ্যাশট্যাগ। এই বিতর্কের পরে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমাও চেয়েছেন রূপঙ্কর। ঠিক এরই মাঝখানে এক নেটিজেনের পোস্ট নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। আর এই জল্পনার কেন্দ্রে জনপ্রিয় মিও আমোরে! (Mio Amore) যে সংস্থার বিজ্ঞাপনী গানে শোনা যায় রূপঙ্করের কণ্ঠ।

সর্বজিৎ মৈত্র নামে এক নেটিজেন ফেসবুকে ‘মিও আমোরে’কে ট্যাগ করে লেখেন, ‘দয়া করে আপনাদের ব্র্যান্ড থেকে রূপঙ্কর বাগচীর গানটা সরিয়ে দিন। না হলে, ক্রেতারা এই বেকারি ছেড়ে অন্য কোনও সংস্থার কাছে চলে যেতে পারেন।’ নেটিজেনের এই মন্তব্য চোখে পড়েছে মিও আমোরে সংস্থারও। ফেসবুকের কমেন্ট বক্সে মিও আমোরের তরফ থেকে লেখা হয়, ‘গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর যা বলেছেন, তার সঙ্গে কোনও সম্পর্ক নেই সংস্থার। তবে আমাদের তরফ শীঘ্রই একটা পদক্ষেপ করা হবে এই বিজ্ঞাপনী গানের ব্যাপারে। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’ তবে আপাতত, এসব বিতর্ককে পিছনে ফেলে রূপঙ্কর শুরু করলেন দ্বিতীয় ইনিংস! 

[আরও পড়ুন: ‘এটা হতে পারে না!’, মাদকযোগে ছেলের আটক হওয়ার খবরে ভেঙে পড়েছেন শক্তি কাপুর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ