Advertisement
Advertisement

Breaking News

Will Smith

Will Smith: অস্কারের মঞ্চে চড়কাণ্ডের পর আধ্যাত্মিক শান্তির খোঁজে ভারত সফরে অভিনেতা উইল স্মিথ!

শোনা যাচ্ছে, মনের শান্তি পেতে সদগুরুর সঙ্গে দেখা করবেন হলিউড তারকা।

After slapgate at Oscars Will Smith lands in India | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 23, 2022 1:10 pm
  • Updated:April 23, 2022 1:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর ভারতে এলেন উইল স্মিথ (Will Smith)। মুম্বইয়ের বিনোদন জগতে জোর গুঞ্জন, আধ্যাত্মিক শান্তির খোঁজেই এ দেশে এসেছেন হলিউড তারকা। আর এই তাগিদেই সদগুরুর সঙ্গে দেখা করবেন তিনি। 

Will Smith

Advertisement

ঘটনার সূত্রপাত হয় ৯৪তম অস্কারের (Oscar 2022) মঞ্চে। সঞ্চালনা করার সময়ে নানা রকম রসিকতা করছিলেন কমেডিয়ান ক্রিস রক।  হঠাৎই উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে (Jada Pinkett Smith) নিয়ে রসিকতা শুরু করে দেন ক্রিস। উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীয়ের মাথায় চুল অনেকটাই কম। সেই প্রসঙ্গ তুলেই রসিকতা করেছিলেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DJ Akademiks (@akademiks)

[আরও পড়ুন: রহস্যে মোড়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘প্র্যাঙ্কেস্টাইন’ সিরিজ, পড়ুন রিভিউ]

এ বছর ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান স্মিথ। পুরস্কার হাতে নেওয়ার ঠিক আগেই এই ঘটে এই চড় কাণ্ড। নিজের এই কাজের জন্য পরে ক্ষমা চান স্মিথ। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ ছাড়েন। তারপরও শাস্তির হাত থেকে রেহাই পাননি। থাপ্পড় কাণ্ডের জেরে অ্যাকাডেমির বড়সড় শাস্তির মুখে পড়েন অভিনেতা। অস্কারের মঞ্চ থেকে তাঁকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হয়। 

Actor Will Smith banned by Academy from attending Oscars for 10 years | Sangbad Pratidin

অস্কার কাণ্ডের পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল উইল স্মিথকে। তাও আবার ভারতে। শোনা গিয়েছে, শনিবারই মুম্বইয়ে পৌঁছেছেন অভিনেতা। এক পাঁচতারা হোটেলে রয়েছেন তিনি। এই প্রথম নয়, এর আগেও ভারতে এসেছিলেন স্মিথ। ২০১৯ সালে প্রথম এ দেশে আসেন হলিউড তারকা। সে সময় হরিদ্বারে গিয়েছিলেন। এখানকার মানুষজন, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। সদগুরুর সঙ্গেও বেশ ভাল সম্পর্ক রয়েছে স্মিথের। আধ্যাত্মিক গুরুকে নিজের বাড়িতেও নিমন্ত্রণ করেছিলেন তিনি। 

[আরও পড়ুন: পর্দায় সত্যজিৎ রায় হয়ে উঠতে কতটা কষ্ট করেছেন জিতু? জানালেন অভিনেতার স্ত্রী নবনীতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ