Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

‘OMG 2’ই ‘পয়া’? শিবের আশীর্বাদে বলিউডের নতুন বিগ বাজেট ছবিতে অক্ষয়

কোন সিনেমার ঘোষণা করলেন অক্ষয় কুমার?

Akshay Kumar's 'Welcome to the Jungle' to release on Christmas 2024 | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 16, 2023 9:05 pm
  • Updated:August 16, 2023 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ বছরে পর পর পাঁচটি ফ্লপ ছবি উপহার দেওয়ার পর এবার শেষমেশ বক্সঅফিসে ফিনিক্স পাখি হয়ে উঠে দাঁড়ালেন অক্ষয় কুমার। লাগাতার ফ্লপের জেরে কম সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয়নি বলিউড খিলাড়িকে। তবে এবার শিবদূতের চরিত্রেই বাজিমাত! বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘OMG 2’। ১০০ কোটির ক্লাবে ঢুকতে আর বেশি দেরি নেই। সেই সাফল্যে যখন খুশিতে ডগমগ অক্ষয় কুমার, তখনই ঘোষণা এল অভিনেতার বিগবাজেট সিনেমার।

আসছে ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল। অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন একঝাঁক বলিউড তারকা। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু জঙ্গল’।

Advertisement

[আরও পড়ুন: বক্সঅফিসে সুনামি সতর্কতা! রিলিজের ৩ সপ্তাহ আগেই বিদেশ কাঁপাচ্ছেন ‘জওয়ান’ শাহরুখ]

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি-র তো বলিউড তারকারা। তবে অনুরাগীদের জন্য দুঃখের বিষয়, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির মজনু-উদয় ভাইয়ার চরিত্রে অভিনয় করা দুই তাবড় তারকা অনিল কাপুর ও নানা পাটেকর এই নতুন সিনেমায় থাকছেন না। আরশাদ ওয়ারসি দিন কয়েক আগেই ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েলের কথা ফাঁস করেছিলেন। জল্পনার সূত্রপাত সেই থেকেই। এবার সিলমোহর বসালেন প্রযোজক নাদিয়াদওয়ালা।

Advertisement

[আরও পড়ুন: ‘লজ্জার! খুনিদের পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক সোহম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ