সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হওয়াটা আলিয়ার কাছে নতুন নয়। করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ এসে তাঁর সাধারণ জ্ঞানের এমন বহর দেখিয়ে ছিলেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল বলিপাড়ায়। এরপর তো নানা কারণে, নানা সময়ে ট্রোলের মুখে পড়েছেন আলিয়া (Alia Bhatt)। তবে আলিয়া এসবে পাত্তা দেননি। বরং নিজেকে প্রমাণ করেছেন সিনেপর্দায়। সে যাই হোক।
তবে আজকাল রণবীর কাপুরের সঙ্গে নতুন সংসার পেতে ভারি ব্যস্ত আলিয়া ভাট। ঠিক তারই মাঝে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল আলিয়ার এক পুরনো ভিডিও। আর সেই ভিডিও নিয়ে এবার আলিয়াকে কটাক্ষ শুরু করল নেটিজেনদের একাংশ। এই কাণ্ডের সূত্রপাত আলিয়ার এক সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন থেকেই।
[আরও পড়ুন: সম্পর্কের সূক্ষ্ম মুহূর্তগুলো তুলে ধরল দিতিপ্রিয়া-রেণুকাদের ‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’ ]
— Filmy Pulao (@FilmyPulao) May 8, 2022
আলিয়াকে সম্প্রতি একটি ম্যাংগো জ্যুসের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। আর এই বিজ্ঞাপন দেখেই আপত্তি জানিয়েছেন, নেটিজেনদের একাংশ। নেটিজেনদের অভিযোগ, আলিয়া নাকি একদম চিনি খান না। তাহলে,কীভাবে চিনি মিশ্রিত এই ম্যাংগো জ্যুসের বিজ্ঞাপন করেন! আর অভিযোগকে প্রমাণ করতে নেটিজেনরা তুলে আনলেন কপিল শর্মা শোয়ের একটি ভিডিও। যেখানে আলিয়াকে চিনি দেওয়া কফি দেওয়ায় চিৎকার করে উঠেছিলেন কাপুর বংশের নতুন বউ। এই ভিডিও শেয়ার করে আলিয়ার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন নেটিজেনরা।
View this post on Instagram