Advertisement
Advertisement
Jeetu Nabanita

‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল

টলিউড জুটির ডিভোর্সের খবরের মাঝেই ভাইরাল ভিডিও। দেখুন।

Amid Divorce news Jeetu Nabanita's old video got viral | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 6, 2023 2:53 pm
  • Updated:July 6, 2023 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৯ জুন সোশ্যাল মিডিয়ায় জিতু কামালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন নবনীতা দাস। মাস তিনেক ধরে আলাদা থাকছেন তাঁরা। টলিউডের এই মিষ্টি জুটির দাম্পত্য ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় চর্চার অন্ত নেই। কানাঘুষো শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই নাকি জিতু-নবনীতার দাম্পত্যে ফাটল ধরেছে! যদিও ফেসবুক লাইভে এসে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সেসব জল্পনার মাঝেই এবার রিয়ালিটি শোয়ের মঞ্চে নবনীতার সঙ্গে বিয়ের অভিজ্ঞতা নিয়ে জিতুর এক মন্তব্য ভাইরাল।

টলিউড সুপারস্টার জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন জিতু-নবনীতা। সেই শোয়ের এক পর্বেই বিয়ের দিনের কথা শেয়ার করেন অভিনেতা। জিতুকে বলতে শোনা যায়, এমনিতে খুব মজার মধ্যে থাকি। সবসময়ে নবনীতার লেগ পুলিং করি। কিন্তু যেদিন বিয়ে করছি সেদিন বিশ্বাস করতে পারিনি। বিয়ের আগের দিন রাত একটা-দেড়টার সময়ে নবনীতাকে একটা বড় মেসেজ করেছিলাম। কী লেখাছিল সেই মেসেজে?

Advertisement

জিতু নিজেই তা প্রকাশ্যে বলেন, “তুমি ঠিক করছ তো, তোমার কোনও ভুল হচ্ছে না তো?” কেন সেদিন টেনশনে ছিলেন জিতু কামাল? অভিনেতা জানান, “এর আগে এরকম বড় দায়িত্ব আমি আগে কোনওদিন নিইনি। বাবা-মার দায়িত্ব নেওয়াটা আলাদা। ভুল করলেও তাঁরা ভালবাসবে। কিন্তু সারাজীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া। যেহেতু নবনীতা এক মেয়ে। ওঁকে সারাজীবন হাসিখুশি রাখতে হবে। শুধু মনে হচ্ছিল, আমি ঠিক করলাম, কোনও ভুল করিনি তো? এবং সিঁদুরদানের সময়েও ঠকঠক করে হাত কাঁপছিল।”

[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]

নবনীতাকেও তখন বলতে শোনা যায়, বিয়ের পরই তিনি পরিণত হয়েছেন। সঞ্চালক জিতের কাছে অভিনেত্রী জানান, “বিয়ের পরই আমার এসমস্ত উপলব্ধি হয়েছে সেদিন, যেদিন থেকে শ্বশুরমশাইয়ের কাছ থেকে ‘বউমা’ ডাক শুনেছি। কিংবা জিতুর ভাই আমাকে ‘বউদি’ বলে ডাকছে। সেদিন বুঝতে পারি, আমি তো আর শুধু নবনীতা নেই। আমি এখন একজনের স্ত্রী।” এই মিষ্টিমধুর দাম্পত্য কেন ভাঙল? সেই প্রশ্ন নিয়ে চর্চার অন্ত নেই। তবে জিতু-নবনীতার কাছে অনুরাগীদের আর্জি, “আপনারা প্লিজ আবার এক হয়ে যান সব ভুলে।”

সেই অনুরোধে কি সাড়া দেবে টলিউডের তারকাজুটি? সেই উত্তর আপাতত অধরা থাকলেও নবনীতা সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও জিতুর তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিটমাট করে নেওয়ার ইঙ্গিত মিলেছে। তবে জিতু-নবনীতার সম্পর্কের বরফ গলবে কিনা? তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এসবের মাঝেই পুরনো ভিডিও ভাইরাল করলেন অনুরাগীরা।

[আরও পড়ুন: রানি না পিকু, বাঙালি মেয়ে সাজে কে কাকে টেক্কা দিল? আলিয়া-দীপিকা ভক্তদের তরজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement