১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ওর মাথা ঠিক আছে এটাই অনেক!’ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভকে নিয়ে ঠাট্টা জয়ার

Published by: Akash Misra |    Posted: December 15, 2022 8:45 pm|    Updated: December 15, 2022 9:42 pm

Amitabh Bachchan and Jaya Bachchan at Kolkata Film festival | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী-স্ত্রীর অম্লমধুর সম্পর্ক যে তারকা দম্পতির ক্ষেত্রেও একইরকম হয়, তা প্রমাণ করলেন বাংলার ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন ও ‘বাংলার জামাই’ অমিতাভ। বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সবার সামনে তারকাসুলভ আচরণ ছেড়ে জয়া যেন আমাদের চেনা গৃহবধূটি। আর তাই তো অমিতাভের উদ্দেশে স্পষ্টই বললেন, ”জানি না কী করছে, কখনও হাত ভাঙছে, কখনও পা ভাঙছে। মাথাটা ঠিক আছে এটাই অনেক!”

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকা মেলা। সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় খুব একটা বেশি বাক্য ব্যয় করলেন না বিগ বি ঘরণি। উলটে অমিতাভ দেখিয়ে তিনি বললেন, ”আমি আর কী বলব, যা বলবে উনিই বলবেন, গত তিন বছর ধরে পেটে, মনে অনেক কথা জমিয়ে রেখেছেন!” জয়ার মুখে এমন কথা শুনে মঞ্চে বসে অল্প লজ্জাও পেলেন অমিতাভ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন বিগ বি। 

[আরও পড়ুন: ‘গেরুয়া পরে পুরোহিত ধর্ষণ করতে পারে, নায়িকার পোশাকেই দোষ!’ দীপিকার পাশে প্রকাশরাজ]

কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে বরাবরই বাংলায় বক্তব্য রাখেন ‘বাংলার জামাই’ অমিতাভ। এবারও তার অন্যথা হল না। বক্তব্যের শুরুতেই অমিতাভ বললেন, ”আপনারা আমাকে বাংলা জামাই বলেন। হ্যাঁ আমি বাংলার জামাই। চিরকাল বাংলা জামাই হয়েই থাকতে চাই।” সত্যজিৎ রায়ের প্রসঙ্গ তুলে অমিতাভ এদিন তাঁর বক্তব্যে বলেন, ”এই সময় যদি সত্যজিৎ রায় থাকতেন, তাহলে কি তিনিও গণশত্রু হতেন?”। তবে অমিতাভ ঠিক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে মেগাস্টারের এই বক্তব্য যে তাৎপর্যপূর্ণ তা মনে করছেন ওয়াকিবহল মহল। সম্প্রতি ব্যক্তি স্বাধীনতায় কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। সেই সুরই যেন লক্ষ্য করা গেল বিগ বির গলায়।  

এছাড়াও অমিতাভের বক্তব্যে উঠে এল সিনেমার ইতিহাস। ‘রাজা হরিশচন্দ্র’ থেকে শুরু করে আজকের ভারতীয় সিনেমার উজ্জ্বল দিকগুলোও নিজের বক্তব্যে তুলে ধরলেন বিগবি।

[আরও পড়ুন: ‘পাঠান’ বয়কটের ডাক, শাহরুখের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে