Advertisement
Advertisement
Animal

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সবার জন্য নয়! জানিয়ে দিল সেন্সর বোর্ড

কেন জানেন?

Animal: CBFC Grants Ranbir Kapoor Film A Certificate, Run Time Revealed | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2023 9:10 pm
  • Updated:November 22, 2023 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ঝলকেই ‘অ্যানিম্যাল’ শোরগোল ফেলে দিয়েছে। পয়লা ঝলকে রণবীর কাপুরের লুক দেখে ইতিমধ্যেই চমকে গিয়েছেন দর্শকরা। ট্রেলার দেখার অপেক্ষায় হা-পিত্যেশ করছেন ভক্তরা। এবার রণবীরের ছবিকে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে ‘অ্যানিম্যাল’। সিনে বাণিজ্য বিশ্লেষক হিমেশ মানকাড় এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি টুইটে জানিয়েছেন, “‘অ্যানিম্যাল’কে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ছবি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিম্যাল’। বৃহস্পতিবার মুক্তি পাবে ট্রেলার।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমিরের থ্রি ইডিয়টস-এর থেকে ১০০ গুণ ভাল শাহরুখের ডাঙ্কি’, রেকর্ড ভাঙার ভবিষ্যদ্বাণী বলিউডে]

প্রসঙ্গত, প্রথমবার এই ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। সিনেমার স্টার কাস্টও দারুণ। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে পয়লা ঝলকে ববি দেওলও তুখড়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি গান ‘সাতরঙ্গা’ এবং ‘হুয়া ম্যায়’ও বেশ জনপ্রিয় হয়েছে। স্বাভাবিকভাবেই ‘অ্যানিম্যাল’কে ঘিরে একটা উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। পয়লা ডিসম্বর মুক্তির আগে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন রণবীর-মন্দানা।

[আরও পড়ুন: অনস্ক্রিন চুমুতে না! নিরাপত্তা বলয় ভেঙে মহিলা সাংবাদিককে চুম্বন সলমনের, ভাইরাল ভাইজানের কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement