Advertisement
Advertisement
Anjali Arora

বিকৃত ভিডিও ফাঁস কাণ্ড, এতদিনে থানায় অভিযোগ অঞ্জলি অরোরার

এতদিন পুলিশের দ্বারস্থ কেন হননি?

Anjali Arora has filed a defamation case against multiple media portals for sharing morphed MMS | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 16, 2024 2:36 pm
  • Updated:January 16, 2024 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে ফাঁস হয়েছিল বিকৃত ভিডিও। সেই ঘটনায় এতদিনে থানায় অভিযোগ করলেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। শোনা গিয়েছে, একাধিক মিডিয়া পোর্টালের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন অঞ্জলি। তাঁর দাবি, এই পোর্টালগুলোতেই তাঁর ফেক ভিডিও দেখানো হয়েছে।

Anjali-Arora-2

Advertisement

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের সঙ্গে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি। এর পরই তাঁর ভাগ্য বদলে যায়। কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত শো লক-আপে নজর কাড়েন অঞ্জলি। সেখানে আরেক প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বেশ চর্চা হয়। সম্প্রতি ‘সারেগামাপা’-এর মিউজিক ভিডিও ‘সাঁইয়া দিল মে আনা রে’তে দেখা গিয়েছে অঞ্জলিকে। ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’! ‘ফাইটার’-এর ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন আর দেশপ্রেমের বার্তা]

যে এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে অঞ্জলির নাম জড়ায় তাতে এক মহিলাকে ক্যামেরার সামনে সঙ্গীর সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠতে দেখা যাচ্ছিল। ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক পক্ষ দাবি করে, ভিডিওটি অঞ্জলির এবং তা নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, মশকরার পালাও শুরু হয়। আরেক পক্ষ আবার অঞ্জলির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নেন। তাঁদের দাবি, ভিডিওটি মোটেও অঞ্জলির নয়।

Anjali Arora

এমন পরিস্থিতিতেই অঞ্জলির ফ্যান পেজ থেকে তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও আপলোড করা হয়। সেখানে অভিনেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জানান, এ ভিডিও তাঁর কোনওভাবেই নয়। কিন্তু কিছু মানুষ শুধু ট্রোল করার অজুহাত খোঁজেন। কিন্তু তখন সোশাল মিডিয়া স্টার পুলিশের দ্বারস্থ হননি কেন? সেই সময় রিয়ালিটি শো লক-আপে থাকার কারণে নাকি থানায় যেতে পারেননি বলে দাবি করেছেন অঞ্জলি। 

[আরও পড়ুন: রামমন্দিরের সিঁড়ি ধুয়ে মুছে সাফ করলেন জ্যাকি শ্রফ! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ