Advertisement
Advertisement

Breaking News

Prosenjit in Jubilee series

প্রথম হিন্দি ওয়েব সিরিজে গ্ল্যামারাস প্রসেনজিৎ, ‘জুবিলি’র ঝলকে দেখুন সিনে জগতের গল্প

প্রসেনজিৎ ছাড়াও সিরিজে রয়েছেন অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানার মতো তারকা।

Announcement video Prosenjit Chatterjee's first web series Jubilee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 17, 2023 4:13 pm
  • Updated:March 17, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বিক্রমাদিত্য মোটওয়ানে ও সৌমিক সেনের ‘জুবিলি’ অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমা জগতের স্বর্ণযুগের তুলে ধরা হয়েছে নতুন এই সিরিজে। শুক্রবার বিশেষ ভিডিওর মাধ্যমে চরিত্রদের লুক প্রকাশ করা হল।

Prosenjit in Jubilee series

Advertisement

কিছুদিন আগেই প্রসেনজিৎ অভিনীত ‘শেষ পাতা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে ৫৮ বছর বয়সি এক লেখকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। চরিত্রের জন্য একেবারে রুগ্ন চেহারায় দেখা গিয়েছে প্রসেনজিৎকে। মুখে ছিল কাঁচা-পাকা দাড়ি। তবে ‘জুবিলি’ সিরিজে বেশ স্টাইলিশ মেজাজে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চোখে দামি চশমা ও পরনে স্যুট দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখে মুগ্ধ শাহরুখ, টুইটারে শুভেচ্ছা জানালেন অনির্বাণকেও]

প্রসেনজিৎ ছাড়াও ‘জুবিলি’ (Jubilee) সিরিজে রয়েছেন অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি। অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে মনে হচ্ছে, পাঁচের দশকের গ্ল্যামার ওয়ার্ল্ড তুলে ধরা হয়েছে প্রত্যেকটি এপিসোডে। তাতে যেমন প্রেম, ভালবাসা, খ্যাতির চাহিদা রয়েছে, তেমনই হিংসা, দুর্নীর্তি, সুযোগের সদ্ব্যবহারের মতো বিষয়গুলিও দেখা যাবে।

Jubilee-series-1

এপ্রিল মাসে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘জুবিলি’। ৭ এপ্রিল সিরিজের প্রথম পাঁচটি এপিসোড সম্প্রচারিত হবে। পরবর্তী এপিসোডগুলি ১৪ এপ্রিল থেকে দেখা যাবে বলেই জানা গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

[আরও পড়ুন: অস্কারে বাংলার মেয়ে সঞ্চারী, ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ নিয়ে কী বললেন ছবির সম্পাদক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ