সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করতে কলকাতায় এসে একেবারে বাঙালি হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাঁচতারা হোটেলের দামি খাবার নয়, মধ্যবিত্ত বাঙালির ‘কামফর্ট ফুড’-এই মন মজেছে তাঁর। কিছুদিন আগেই ঝালমুড়ি ও বিটনুন মাখানো পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলেন অভিনেত্রী। শুক্রবার ময়দান ক্যান্টিনের খাবার চেখে দেখলেন।
সকালে স্যাঁকা পাউরুটি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। সঙ্গে ঘুগনি থাকতে তো আর কথাই নেই! বাঙালির ব্রেকফাস্টে এই ঘুগনি-পাউরুটির যুগলবন্দি অনেকদিনের। তা এবার বলিউড অভিনেত্রী অনুষ্কার প্লেটেও দেখা গেল। সাতসকালের শুটিংয়ের ফাঁকে ময়দানের ক্যান্টিন থেকে ঘুঘনি আর স্যাঁকা পাউরুটি খেয়েই পেট ও মন ভরিয়েছেন তারকা। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে। হ্যাশট্যাগে লিখেছেন, ‘ইটস সো কলকাতা।’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.