Advertisement
Advertisement
Anushka Sharma

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডাকা হল ‘মিসেস কোহলি’ বলে, কী করলেন অনুষ্কা শর্মা?

ব্ল্যাক গাউনে সেজে অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা।

Anushka Sharma told to 'relax' paparazzi as they call the actress ‘Mrs Kohli’ | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 25, 2023 7:33 pm
  • Updated:March 25, 2023 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেজেগুজে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। হাসিমুখেই ক্যামেরার সামনে দিচ্ছিলেন পোজ। আচমকা শোনা গেল ‘মিসেস কোহলি’ ডাক। তাতেই যেমন মুড পালটে গেল বলিউড অভিনেত্রীর।

Virat-Anushka-1

Advertisement

মেয়ে হওয়ার পর বেশ কিছুদিন গ্ল্যামার জগৎ থেকে বিরতি নিয়েছিলেন অনুষ্কা। কাজে ফিরেই ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শেষ করেছেন। সম্প্রতি মুম্বইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্ল্যাক গাউনে সেজে এসেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখেই চিৎকার করতে থাকে পাপারাজ্জি।

Advertisement

[আরও পড়ুন: ‘জুবিলি’র ট্রেলারে প্রসেনজিতের চমক, দেখুন সিনেদুনিয়ার রোমাঞ্চকর কাহিনি]

চিৎকার শুনেই কানে হাত দেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের কর্মীদের বলেন, “আস্তে আস্তে! কেন এত চিৎকার করছেন?” এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল। হাসি মুখেই একের পর এক পোজ দিয়ে চলেছিলেন অভিনেত্রী। কিন্তু আচমকাই তাঁকে ‘মিসেস কোহলি’ বলে ডাকা হয়। তখনই আবার অভিনেত্রী বলে ওঠেন, “কান ঝালাপালা করছে।” তারপরই মুখ ফিরিয়ে চলে যান।

Anushka-Sharma

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও অল্প বয়সে শুরু করে দিয়েছিলেন অনুষ্কা। নিজের জোরেই খ্যাতি ও যশ পেয়েছেন। তারপর বিয়ে করছেন ভারতীয় ক্রিকেট টিমের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকে। তাই অভিনেত্রীর পরিচিতি শুধুমাত্র ‘মিসেস কোহলি’ হতে পারে না বলেই মত অনুরাগীদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: লকডাউনের তীব্র অস্বস্তি ফেরাল ‘ভিড়’, অভিনয়ে দুর্ধর্ষ রাজকুমার রাও ও পঙ্কজ কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ