BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘জুবিলি’র ট্রেলারে প্রসেনজিতের চমক, দেখুন সিনেদুনিয়ার রোমাঞ্চকর কাহিনি

Published by: Suparna Majumder |    Posted: March 25, 2023 5:50 pm|    Updated: March 25, 2023 5:50 pm

Prosenjit Chatterjee shines in Jubilee Trailer | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার নেপথ্যে এমন কিছু কাহিনি থাকে যা সিনেমার রোমাঞ্চকেও হার মানায়। সেই কাহিনি নিয়েই তৈরি আমাজন প্রাইমের নতুন সিরিজ ‘জুবিলি’ (Jubilee)। নতুন এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখলেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

Jubilee

সিরিজে গ্ল্যামার দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রীকান্ত রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। একেবারে রেট্রো লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। এছাড়াও বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত মুখ্য চরিত্রে রয়েছেন অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা, ওয়ামিকা গাব্বি, শ্বেতা বসু প্রসাদ।

[আরও পড়ুন: ঋতাভরী-আবিরের সংসারে মিষ্টি মিষ্টি প্রেম, ‘ফাটাফাটি’ ছবির নতুন গানে জমজমাট রসায়ন]

ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে পাঁচের দশকের গ্ল্যামার ওয়ার্ল্ড তুলে ধরা হয়েছে ‘জুবিলি’ ওয়েব সিরিজের প্রত্যেকটি এপিসোডে। তাতে যেমন প্রেম, ভালবাসা, খ্যাতির চাহিদা রয়েছে, তেমনই হিংসা, দুর্নীর্তি, সুযোগের সদ্ব্যবহারের মতো বিষয়গুলিও দেখা যাবে।

Jubilee-2

এপ্রিল মাসে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘জুবিলি’। ৭ এপ্রিল সিরিজের প্রথম পাঁচটি এপিসোড সম্প্রচারিত হবে। পরবর্তী এপিসোডগুলি ১৪ এপ্রিল থেকে দেখা যাবে বলেই জানা গিয়েছে। আর নতুন এই সফর তাঁর কাছে কতটা রোমাঞ্চকর, তা ট্রেলার শেয়ার করেই জানিয়েছেন প্রসেনজিৎ। 

[আরও পড়ুন: লকডাউনের তীব্র অস্বস্তি ফেরাল ‘ভিড়’, অভিনয়ে দুর্ধর্ষ রাজকুমার রাও ও পঙ্কজ কাপুর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে