Advertisement
Advertisement

Breaking News

Ramayana

রণবীরের ‘রামায়ণ’-এর গান বাঁধবেন রহমান, সেটে ক্যামেরা নিষিদ্ধ করলেন পরিচালক নীতিশ

সেট থেকে লুক ফাঁস হওয়ায় চটেছেন পরিচালক।

AR Rahman in talks for Ramayana? Director Nitesh imposes no-phone policy on set
Published by: Sandipta Bhanja
  • Posted:April 5, 2024 5:53 pm
  • Updated:April 5, 2024 5:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হল রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর শুটিং। নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারেও নিঃসন্দেহে একটা মাইল ফলক হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। বলাই বাহুল্য, এই নতুন ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই! কাস্টিং তো বটেই এমনকী অন্যান্য কলাকুশলীরাও নজরে। এবার শোনা গেল, নীতিশ-রণবীরের ‘রামায়ণ’ (Ramayana)-এর জন্য গান বাঁধবেন এআর রহমান (AR Rahman)। কথাবার্তা ইতিমধ্যেই এগিয়েছে। এই বিগ বাজেট সিনেমার সঙ্গীতের দায়িত্ব তাঁর কাঁধেই বর্তেছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, রহমানের সঙ্গে জুটি বাঁধবেন অস্কারজয়ী বিদেশি সুরকার হান্স জিমার। যিনি কিনা ‘দ্য লায়ন কিং’, ‘ডার্ক নাইট’-সহ একাধিক খ্যাতনামা সিনেমার আবহসঙ্গীতকার হিসেবে কাজ করেছেন। বছর দুয়েক আগে ‘ডুন’ ছবির জন্য অস্কার জিতে নেন। সেই সুরকারের সঙ্গেই যৌথভাবে ‘রামায়ণ’-এর জন্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এআর রহমান। মাদ্রাজ মোজার্টের ছোঁয়ায় যে নীতিশের ফ্রেমে ম্যাজিক ফুটে উঠব, তা বলাই বাহুল্য।

Advertisement

এদিকে, সেট থেকে একের পর এক ছবি, কাস্টিং ফাঁস হওয়ায় বেজায় চটেছেন পরিচালক নীতিশ। সেখান থেকেই জানা গিয়েছে যে, দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। যিনি কিনা লোকসভা ভোটের বিজেপি প্রার্থীও। কৈকেয়ীর ভূমিকায় দেখা গেল লারা দত্তকে। আর সেসব ফাঁস হতেই রণবীরের অনুরাগীরা মারাত্মক চটে গিয়ে নীতিশের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন। পরিচালক শুনলেনও। ‘রামায়ণ’-এর সেটে মোবাইলই নিষিদ্ধ করে দিয়েছেন। জানা গিয়েছে, মোবাইল ব্যবহার করলেও ক্যামেরায় স্টিকার লাগানো থাকবে, যাতে ছবি না তুলতে পারেন কেউ।

Advertisement

[আরও পড়ুন: ভোটযুদ্ধের মাঝেই রণবীরের ‘রামায়ণ’-এর শুটিংয়ে অরুণ গোভিল, ফাঁস ছবি! কোন দিক সামলাচ্ছেন?]

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই যশ-রণবীরের গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট হবে। প্রথম দিন শুটিং শুরু আগে টিমের সদস্যদের নিয়ে একটা ছোট পুজোও করেছেন পরিচালক নীতিশ। আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়েই এবার ‘রামায়ণ’-এর ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। কোনওরকম কসরত করতে বাকি রাখছেন না। বছর দুয়েক ধরেই এই সিনেমাকে ঘিরে নানা জল্পনা। ৫ বছর ধরে প্রি-প্রোডাকশনের কাজ চলেছে। বলিউডের অন্যতম বিগ বাজেট সিনেমা হতে চলেছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। তাই কোনওরকম তাড়াহুড়ো করেননি পরিচালক নীতিশ তিওয়ারি। রণবীরও তাই। তিরন্দাজি শিখছেন মন দিয়ে। মাসখানেক ধরেই মাছ-মাংস, মদ্যপান, ধূমপান ছেড়ে দিয়ে কড়া হোমওয়ার্কে ব্যস্ত অভিনেতা।

[আরও পড়ুন: ‘নেতাজিই প্রথম প্রধানমন্ত্রী’, কঙ্গনার মন্তব্যে হাসির রোল, IQ নিয়ে প্রশ্ন বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ