Advertisement
Advertisement
Salman Khan

শাহরুখের পর সলমনেই ভরসা অ্যাটলির, ‘জওয়ান’এর পর নতুন ছবির কাজ শুরু?

সলমনের এই ছবি নিয়ে মুখ খুললেন আরবাজ খান।

Arbaaz Khan reacts to rumours of Salman Khan's collaboration with Atlee
Published by: Akash Misra
  • Posted:March 19, 2024 2:20 pm
  • Updated:March 19, 2024 2:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই রটে গেল শাহরুখের পর নাকি সলমনকে নিয়ে নতুন ছবি তৈরি করতে চলেছেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। এমনকী, শোনা গিয়েছিল এই ছবির প্রযোজনার দায়িত্ব কাঁধে নিয়ে অ্যাটলির সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন নাকি সলমনের ভাই আরবাজ খান। তাহলে কি সত্য়িই শাহরুখের পর সলমনকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অ্যাটলি?

শাহরুখের ‘জওয়ান’ ছবির হাত ধরেই বলিউডে পা দেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘জওয়ান’। তার পর থেকেই অ্যাটলিকে নিয়ে বলিউডে শোরগোল। নামজাদা প্রযোজকরা অ্যাটলিকে নিয়ে ছবি করতে তৎপর। ঠিক এই সময়ই রটে গেল ‘জওয়ান’ ছবির মতো একটা ব্লকবাস্টার ছবি চাইছেন সলমন। ‘টাইগার থ্রি’ ভালো ব্যবসা না করায়, সলমনের নাকি বড্ড মন খারাপ। এমনকী, রটে গেল সলমনের মন ভালো করার দায়িত্ব কাঁধে নিয়েই নাকি অ্যাটলির কাছে পৌঁছে গিয়েছিলেন আরবাজ খান।

Advertisement

[আরও পড়ুন: কার সুরে মুগ্ধ ‘দাদা’ সৌরভ? হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকেই ফাঁস তথ্য]

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন ও অ্যাটলির জুটি বাঁধা নিয়ে প্রশ্ন উঠতেই, আরবাজ স্পষ্ট জানান, ”এটা একেবারেই রটনা। জওয়ান দেখে অ্য়াটলির প্রশংসা করেছেন সলমন। আমিও প্রশংসা করেছি। কিন্তু অ্যাটলির সঙ্গে সলমন কোনও ছবি করছে না আপাতত। আমিও অ্য়াটলির সঙ্গে দেখা করিনি। তাই এসব খবরকে পাত্তা না দেওয়াই ভালো। যদি ভবিষ্যতে এরকম কিছু হয়, তাহলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”

Advertisement

অন্যদিকে, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘দ্য বুল’ ছবির শুটিং শুরুর আগে পারিশ্রমিক হিসেবে সলমন নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন, যা শুনে সলমনের চক্ষু চড়ক গাছ। শোনা যাচ্ছে, সলমনের চাওয়া পারিশ্রমিকের জন্য এই ছবির বাজেট তিনগুণ বেড়েছে। আর সেই কারণেই করণ নাকি আপাতত পিছিয়ে এসেছেন এই ছবির শুটিং শুরু করার ব্যাপারে। শোনা যাচ্ছে, সলমনের জন্যই নাকি ‘দ্য বুল’ ছবি তৈরি করা নিয়ে আরও বেশি সময় চাইছেন করণ। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে চাননি করণ।

উল্লেখ্য, গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। তিনশো কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন। ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন। অবশ্য তিনি ‘দাবাং’ স্টার। নিজের শর্তের সাফল্যের রাস্তা খুঁজেই নেন।

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ