Advertisement
Advertisement
Srijit Mukherjee

সৃজিতের ছবিতে ডবল ধামাকা, জুটি বেঁধে গান গাইলেন অরিজিৎ সিং ও সোনু নিগম

কোন ছবিতে শোনা যাবে এই ডুয়েট?

Arijit Singh and Sonu nigam duet on Srijit Mukherjee's new movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 5, 2023 2:24 pm
  • Updated:July 5, 2023 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় চমক দেওয়ার ব্যাপারটা একেবারে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন সৃজিত মুখোপাধ্য়ায়। কখনও ছবির বিষয়ে চমক, কখনও আবার ছবিতে নতুন অভিনেতাদের, নতুন অবতার দিয়ে হইচই ফেলে দেন সৃজিত। আর এবার পুরো ডবল ধামাকা দিতে চলেছেন পরিচালক। সোশ্য়াল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিলেন সৃজিত।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সৃজিতের ঝুলিতে এখন প্রচুর ছবি। রয়েছে ব্য়োমকেশ ও দুর্গরহস্য, দশম অবতার, ওটিটির জন্য বানাচ্ছেন শার্লক হোমস। এই ব্য়স্ততার মাঝেই সৃজিত করলেন টুইট। পরিচালক লিখলেন, ”একটু আগেই শেষ হল অরিজিৎ সিং ও সোনু নিগমের ডুয়েট গানের মিক্সিং। গায়ে কাঁটা দিচ্ছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।” তবে সৃজিতের কোন ছবিতে অরিজিৎ ও সোনু নিগমের ডুয়েট থাকছে, তা খোলসা করেননি পরিচালক। ব্যাপারটা যে একেবারে ডবল ধামাকা তা কিন্তু এখনই টের পাওয়া যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর তিক্ত স্মৃতিকে পিছনে ফেলে নতুন পথে কৃতী, বড় ঘোষণা নায়িকার]

এর আগে ‘কাকাবাবু’ ছবিতে অরিজিৎ ও সোনুকে একসঙ্গে গাইয়ে চমক দিয়েছিলেন সৃজিত। আর এবার অরিজিৎ ও সোনুকে নিয়ে নতুন চমক দেবেন পরিচালক।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই এই সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত পরিচালক সৃজিত। সৃজিতের হাত ধরেই বলিউডে আসছে ‘দেশি শার্লক হোমস’। প্রযোজনায় বিবিসি। জনপ্রিয় এক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে শার্লকের এই ভারতীয় সংস্করণের গোটা দায়িত্ব সৃজিতের কাঁধে। তা কারা থাকছেন এই সিরিজে?

আপাতত এই সিরিজ নিয়ে বিস্তারিত বলতে নারাজ সৃজিত। সূত্র বলছে, মুখ্য চরিত্রের জন্য কে কে মেননকে ভাবা হয়েছে। শার্লকের বন্ধু ওয়াটসনের আদলে তৈরি চরিত্রের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। থাকছেন রসিকা দুগ্গল।

[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement