Advertisement
Advertisement
Arijit Singh

সেলেব নয়, ছেলেকে স্কুলে ছাড়তে এলেন বাবা অরিজিৎ, গায়ককে ‘মাটির মানুষ’ বলছে অনুরাগীরা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের এই ছবি।

Arijit Singh photo goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 15, 2022 11:02 am
  • Updated:April 15, 2022 11:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিয়াগঞ্জের ছেলেটা, এখন গোটা বিশ্বে জনপ্রিয়। যার গানে ঠোঁট মিলিয়েছেন রণবীর, সলমন, শাহরুখরা। সেই বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) যখন মুম্বই থেকে এসে বাংলার মাটিতে পা দেন, তখন  সব সেলেব তকমা মুছে গিয়ে, সে শুধুই পাড়ার ছেলেটি। যার গানে প্রেমে পড়া যায়, যার গান শুনে ব্রেকআপ সামলানো যায়। সেই অরিজিৎ সিংয়ের কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি তখন ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডায় মত্ত। হ্যাঁ, এতটাই মাটির মানুষ জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আর তার প্রমাণ পাওয়া গেল সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবির মধ্যে দিয়ে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, খুব সাধারণ পোশাক পরে ছেলেকে স্কুলে দিতে এসেছেন অরিজিৎ। আর পাঁচটা সাধারণ অভিভাবকের মতোই তাঁর আদবকায়দা। না আছে দেহরক্ষী, না আছে সেক্রেটারি। বরং অন্যান্য মা-বাবার মতো ছেলের স্কুলের গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অরিজিৎ।

Advertisement

Advertisement

গায়কের এই ছবি দেখে নেটিজেনরা আপ্লুত। সবার মুখে একটাই কথা। এটাই হল আসল শিল্পীর পরিচয়। আসল মানুষের পরিচয়। অরিজিৎ সিং নানা সাক্ষাৎকারে আগেও বলেছেন, তিনি নিদের শিকড়কে কখনই ভুলে যাননি। যে মাটি থেকে লড়াই শুরু, সেই মাটিতে বার বার ফিরে যেতে চান। তবে মুখে বললে, সবাই কি আর তা করতে পারে, অরিজিৎ কিন্তু করেছেন। আর তাই তো সবার নয়নের মণিও তিনি।

[আরও পড়ুন: সবার সামনেই আলিয়াকে কোলে তুলে একছুটে ঘরে! বিয়ের দিন ভাইরাল রণবীরের কীর্তি]

প্রতিবেশিরা বলেন, অরিজিৎ নাকি এরকমই। যখন জিয়াগঞ্জে আসেন তখন নিজে হাতেই সব কিছু করেন। স্কুটি চড়ে ঘোরেন, বাজার করেন। অরিজিতের মধ্যে কোনও স্টারসুলভ আচরণই থাকে না। নেটিজেনরা বলছেন, শুধু অরিজিতের গানই নয়। অরিজিতের থেকেও অনেক কিছু শেখার। আর এই কারণেই শুধু গায়ক নয়, মানুষ অরিজিতের ফ্যান অনেক।

[আরও পড়ুন: ওটিটিকে বিয়ের ছবি ও ভিডিও বিক্রি করলেন রণবীর-আলিয়া! জানেন কত দামে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ