১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘পাঠান’ ছবির দ্বিতীয় গান গাইবেন অরিজিৎ সিং, বড় ঘোষণা শাহরুখের

Published by: Sayani Sen |    Posted: December 18, 2022 5:20 pm|    Updated: December 18, 2022 5:21 pm

Arijit Singh to sing second song of Pathaan, says Shahrukh Khan । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’ নিয়ে তুমুল বিতর্ক। সর্বত্র চলছে জোর আলোচনা। তারই মাঝে বড় ঘোষণা কিং খানের। ছবির দ্বিতীয় গান কে গাইবেন, তা জানিয়ে দিলেন তিনি। গায়কের প্রশংসাও করলেন।

বিষয়টি খোলসা করা যাক। হাজারও বিতর্কের মাঝে শনিবার টুইটারে অনুরাগীদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ (Shah Rukh Khan)। #AskSRK অনুষ্ঠানে তাহির আনসারি নামে জনৈক নেটিজেন শাহরুখকে অরিজিৎ সিংকে নিয়ে প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেন, “অরিজিৎ সিংকে নিয়ে কী ভাবছেন?” ওই প্রশ্নের জবাব দেন কিং খান। অরিজিতের ঢালাও প্রশংসা করে টুইটে লেখেন, “অরিজিৎ রত্ন। পরবর্তী গান গাইবেন তিনি। আশা করি সকলের ভাল লাগবে।” ‘নেক্সট সং’ বলতে যে শাহরুখ ‘পাঠান’ ছবির দ্বিতীয় গানের কথাই বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট। কারণ, টুইটের একেবারে শেষে হ্যাশট্যাগ পাঠান লিখেছেন তিনি।

[আরও পড়ুন: মিমির মিষ্টি আবদারের জবাবই দিলেন না শাহরুখ! রেগে আগুন অভিনেত্রীর অনুরাগীরা]

‘পাঠান’ (Pathaan) ছবির প্রথম গান প্রকাশ্যে আসবে। নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার (Deepika Padukone) অনুরাগীরা। সেই অপেক্ষার ঘটিয়ে গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন বিজেপি নেতাদের অনেকেই। ছবির বিরোধিতায় সুর চড়িয়েছেন সিপিএম নেতাও। সমালোচনা যেমন হয়েছে, তেমনই গানটির সমর্থনেও সুর চড়িয়েছেন কেউ কেউ। ‘পাঠান’ বিতর্কে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও। বিতর্কের মাঝে ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান নিয়ে শাহরুখের ঘোষণায় খুশি অনুরাগীরা। ওই গানটি কেমন হয়, তা নিয়ে উন্মাদনা তুঙ্গে।

[আরও পড়ুন: দীপিকার খোলামেলা ছবি পোস্ট করে ‘কুমন্তব্য’ প্রাক্তন CBI কর্তার, পাল্টা দিলেন নেটিজেনরাও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে