১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

শ্রোতাদের নিরাশ করে স্থগিত অরিজিং সিংয়ের কনসার্ট, আচমকা কী হল?

Published by: Akash Misra |    Posted: May 27, 2023 3:41 pm|    Updated: May 27, 2023 3:41 pm

Arijit Singh's much awaited Chandigarh Concert gets Canceled| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিংয়ের গান সামনে থেকে শুনবেন বলে উত্তেজনার পারদ চড়ে ছিল চণ্ডীগরে। কিন্তু আপাতত, সেগুড়ে বালি! খবর অনুযায়ী, ২৭ মে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অরিজিৎ সিংয়ের যে কনসার্ট হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। গতকাল এই অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানে ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল করা হল। পরে এই অনুষ্ঠান কবে হবে, তা জানানো হবে। আয়োজের তরফ থেকে এটাও জানানো হয়। যে টিকিট তাঁরা কেটেছেন তা দিয়েই শো দেখা যাবে।

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

প্রসঙ্গত, অওরঙ্গাবাদে সম্প্রতি একটি গানের অনুষ্ঠান করছিলেন অরিজিৎ। মঞ্চে একের পর এক গান গাইছিলেন। প্রিয় গায়ককে সামনা-সামনি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অনুরাগীরা। একজন তো এমনভাবে অরিজিতে হাত ধরে টানেন, যে হাতে গুরুতর চোট পান তিনি। এমনকী, হাত নাড়াতেও পারছিলেন না অরিজিৎ। এই অবস্থাতেও শান্ত ছিলেন তিনি। মার্জিত ভঙ্গিতে অরিজিৎ অনুরাগীকে বলেন, ‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। এ বার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসাব।’’

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে