BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

যাত্রা শুরু অরিন্দম শীলের ‘মায়াকুমারী’র, দেখুন শুভ মহরতের ছবি

Published by: Sandipta Bhanja |    Posted: December 15, 2019 6:28 pm|    Updated: December 15, 2019 6:28 pm

Arindam Sil’s upcoming periodic venture ‘Mayakumari’s Subha Maharat

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবির শতবর্ষ পূর্তি উপলক্ষে অরিন্দম শীল তৈরি করছেন ‘মায়াকুমারী’। চারের দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। মুখ্য চরিত্রে তিন ডাকসাইটে টলিতারকা। ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত। টিমের নয়া সংযোজন সৌরসেনী মৈত্র এবং অর্ণ মুখোপাধ্যায়। পরিচালকের সেই ‘ম্যাগনাম অপাস’ ‘মায়াকুমারী’ টিমই সদ্য ছবির শুভ মহরৎ সারল।

‘মায়াকুমারী’র শুভ মহরতে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্ণ মুখোপাধ্যায়-সহ ‘ক্যাপ্টেন অফ শিপ’ পরিচালক অরিন্দম শীল। অতঃপর শতবর্ষের আলোক পেরিয়ে অরিন্দমের হাত ধরে যাত্রা শুরু করল ‘মায়াকুমারী’।

[আরও পড়ুন: শহরে নৃশংসতার ছাপ রাখবে ‘খোকা’, সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এর ট্রেলারে মিলল ইঙ্গিত]

সালটা ১৯১৯। ঠিক নভেম্বর মাসেই মুক্তি পেয়েছিল প্রথম বাংলা ছবি ‘বিল্বমঙ্গল’। আর এবছর নভেম্বরে বাংলা সিনেমা পা রেখেছে শতবর্ষে। যদিও সংলাপহীন নির্বাক যুগের সিনেমা, তবুও ‘বিল্বমঙ্গল’কেই প্রথম বাংলা ছবি হিসেবে গন্য করা হয়। সেই বর্ষ পূর্তি উপলক্ষেই অরিন্দম ঘোষণা করেছিলেন তাঁর নয়া ছবি ‘মায়াকুমারী’র। শত বর্ষ পেরিয়ে বাংলা সিনেমার ঐতিহ্যকে ফিরে দেখলেন পরিচালক অরিন্দম শীল। গত মাসেই পরিচয় করিয়েছেন তাঁর ‘মায়াকুমারী’র সঙ্গে। 

অরিন্দম কি তাহলে বাংলা সিনেমার ১০০ বছরের ইতিহাস ফিরে দেখতে চলেছেন? পোস্টার প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই কিন্তু অনেকে ছুঁড়েছেন। কিন্তু না। পরিচালকের প্রেক্ষাপট চারের দশকের। ‘মায়াকুমারী’ আসলে সে সময়কার একজন ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী। যার জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে অরিন্দমের ছবির গল্প। ‘মায়াকুমারী’র দাম্পত্যজীবন, তার জীবনে নতুন প্রেম, তৎকালীন সমাজের চোখে কেমন ছিলেন অভিনেত্রীরা? এসব প্লটের ভিত্তিতেই এগিয়েছে ‘মায়াকুমারী’র গল্প।

[আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য, আটক বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি ]

মায়াকুমারীর স্বামী শীতল ভট্টাচার্য। অন্যদিকে, ডাকসাইটে এই অভিনেত্রী প্রেমে জড়িয়েছেন নায়ক-পরিচালক কানন কুমারের সঙ্গে। মায়াকুমারীর সঙ্গে স্বামী শীতলের সম্পর্কের জটিলতার সূত্রপাত সেখান থেকেই। মায়াকুমারীর চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাঁর স্বামী শীতলের চরিত্রে থাকছেন রজতাভ দত্ত এবং আবীরকে দেখা যাবে প্রেমিক কানন কুমারের চরিত্রে।

সেই ‘মায়াকুমারী’কে নিয়ে এক নবীন পরিচালক সিনেমা বানাচ্ছেন। আর সেই পরিচালকের সিনেমা বানানোর গল্পই সিনেপর্দায় তুলে ধরবেন অরিন্দম শীল। সিনেমার মধ্যে সিনেমা, বিষয় খানিক ইন্টারেস্টিং! সৌরসেনী মৈত্রকে দেখা যাবে সহকারী পরিচালকের ভূমিকায় এবং অর্ণ মুখোপাধ্যায় থাকছেন এক কস্টিউম ডিজাইনারের চরিত্রে। যেহেতু পিরিওডিক ছবি, তাই কস্টিউম খুব গুরুত্বপূর্ণ। বাকিটা পর্দায় দেখার অপেক্ষায়।

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে