সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গুগলির মুখে পড়ে যেখানে তাবড় তারকাদের মুখও বন্ধ হয়ে যায়, সেখানে এবার দেবের (Dev) ছোঁড়া গুগলি শুনে তাজ্জব খোদ ‘মহারাজ’। এমনিতেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে চর্চার অন্ত নেই, সেখানে সাংসদ-অভিনেতাই কিনা ফের জল্পনা বাড়িয়ে দিলেন।
১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘বাঘাযতীন’ (Baghajatin)। পুজো রিলিজের আগে সিনেমার প্রচারেবেজায় ব্যস্ত দেব। আজ কলকাতা তো কাল মুম্বইতে ছুটছেন সাংসদ-অভিনেতা। তাছাড়া এবার ‘বাঘাযতীন’-এর প্রচারের জন্য খানিক অন্য পথেই হাঁটছেন দেব। পুজোর ভীড়ে কোনও শপিং মল কিংবা পাঁচতারা হোটেল কিংবা ক্যাফে নয়। দেশাত্মবোধক ছবির প্রচারের জন্য এবার তিনি বেছে নিয়েছেন স্কুল-কলেজকে।
কচিকাচাদের মাঝেই বীর ‘বাঘাযতীন’-এর দুঃসাহসিক গল্প শুনিয়ে সিনেমার প্রচার করছেন দেব। শনিবার ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চেও গোটা টিম নিয়ে হাজির হবেন অভিনেতা। আর সেই বিশেষ পর্বের শুটিংয়ের দিনই এক মজার কাণ্ড ঘটালেন দেব। যে পর্বের প্রোমোর ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। সাংসদ-অভিনেতার বুকের পাটা দেখে তারিফ করছেন অনুরাগীরা।
সেই ভাইরাল প্রোমোতেই দেখা গেল, দেবের গুগলির মুখে পড়ে মহারাজের একেবারে চক্ষু ছানাবড়া পরিস্থিতি। সাংসদ-অভিনেতা প্রশ্ন ছুঁড়ে দেন, “দাদা সুযোগ পেলে দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে, কী পরিবর্তন আনতে চাও?” এমন প্রশ্ন শুনে তো হতবাক খোদ দাদা! কী জবাব সৌরভের? সেই উত্তর জানতে শনিবার রাতেই চোখ রাখতে হবে টিভির পর্দায়।
View this post on Instagram
উল্লেখ্য, এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন দেব, সৃজা দত্ত, রূপম ইসলাম, ইমন চক্রবর্তী-সব ‘বাঘাযতীন’-এর সমস্ত কলাকুশলীরা। জমে যাবে ‘দাদাগিরি’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.