Advertisement
Advertisement

Breaking News

Best Movies and Series of 2021

ফিরে দেখা ২০২১: এ বছরে দর্শকদের জমিয়ে রাখল এই ১০ সিরিজ ও সিনেমা, আপনি দেখেছেন তো!

আপনার পছন্দের সঙ্গে মিলল কি?

Best 10 web series and Movies of 2021 | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 30, 2021 7:36 pm
  • Updated:September 12, 2023 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কাটায় ২০২০-র মতো এ বছরও মোবাইল ফোনে আটকে ছিল বিনোদন৷ নানান টাল বাহানায় সিনেমা হল খুললেও, হাউজফুল শব্দটা ভুলতে বসেছে ফিল্ম দুনিয়া৷ তবুও এত কিছুর মাঝে যে সিনেমা ও ওয়েব সিরিজ মাতিয়ে রাখল গোটা বছর, সংবাদ প্রতিদিন ডিজিটাল তার থেকে বেছে নিল সেরা ১০কে৷ দেখুন তো আপনার পছন্দের সঙ্গে তা মিলল কিনা!

 

Advertisement

১) দ্য ফ্যামিলি ম্যান টু

Advertisement

প্রথম সিজন দারুণ হিট৷ তাই দ্বিতীয় সিজন নিয়ে কৌতুহল ছিল একটু বেশিই৷ তার উপর এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তির পর থেকে নানা বিতর্ক শুরু৷ কখনও সামান্থা আকিনিনি অভিনীত তামিল বিদ্রোহীর চরিত্র নিয়ে ক্ষেপে গেল দক্ষিণ ভারত, তো কখনও সিরিজের যৌনদৃশ্য৷ তবে শেষ রাতে বাজি মারলেন পরিচালক রাজ-ডিকে জুটি৷ দুই দেশের পারস্পরিক চুক্তি, দেশের নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের জেদ, চরমপন্থীদের নৃশংশতা আর এই সবকিছুর সঙ্গে সমান্তরাল ভাবে চলা দেশের নিরাপত্তার জন্য কয়েকজন নিরাপত্তাকর্মীর নিরলস শ্রম ও আত্মত্যাগকে এক সুতোয় বেঁধে পরিচালকদ্বয় দ্বিতীয় সিজনে বুনে ফেললেন এক টানটান থ্রিলারগল্প৷ উপরি পাওনা মনোজ বাজপেয়ি আর সামান্থার অভিনয়৷ এ বছরের সেরা ওয়েব সিরিজের তালিকায় দ্য ফ্যামিলি ম্যান টু হেসে খেলে শীর্ষস্থানে থাকতে পারে৷

Family Man

২) গ্রহণ
প্রেক্ষাপট চুরাশির শিখ দাঙ্গা৷ না পঞ্জাব নয়, বোকারো৷ পরিচালক রঞ্জন চান্দেল এর মধ্যে নিয়ে আসলেন এক প্রেমের কাহিনি৷ লেখক সত্য ব্যাসের চৌরাশি উপন্যাসকে সিরিজের রূপ দিলেন পরিচালক৷ চোখের সামনে উঠে এল গোটা একটা ইতিহাস৷ সিরিজের ছন্দ না কেটেই একই সঙ্গে এগিয়ে চলল প্রেম ও দাঙ্গার বিভৎসতা৷ প্রথম সিজনেই আশা জাগাল গ্রহণ৷ এই সিরিজের গল্প বলার কায়দাই অন্যসব সিরিজ থেকে একে আলাদা করে৷ স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি গ্রহণের পরের সিজন দেখার জন্য ইতিমধ্যেই দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছেন৷

Grahan

৩) মন্দার
কে বলে বাংলায় ভাল সিরিজ তৈরি হয় না? নিন্দুকদের মুখে ছাই ফেলে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য পরিচালনা করে ফেললেন তাঁর প্রথম ওয়েব সিরিজ মন্দার৷ শেক্সপিয়রের ম্যাকবেথকে নিয়ে আসলেন সমুদ্রতটে৷ চোখা সংলাপ, দুর্দান্ত গল্প বলার কায়দায় প্রথম সিরিজেই বাজিমাত করলেন অনির্বাণ৷ উপরি পাওনা নতুন অভিনেতা দেবাশিস মণ্ডল, সোহিনী সরকার ও দেবেশ চট্টোপাধ্যায়ের দুরন্ত অভিনয়৷ এই সিরিজ এখনও টক অফ দ্য টাউন!

৪) মহারানি
সরকার ও সিস্টেম। গণতন্ত্রে এই দুইয়ের সংঘাত চলতেই থাকে। ভারতবর্ষের মতো দেশে এই গণতন্ত্র আবার স্থান-কাল-পাত্র কিংবা পাত্রী নির্বিশেষে পালটে যায়। বাংলায় যা, বিহারে তা নয়। রাজ্য ভেদে পালটে যায় সংস্কৃতি, পালটে যায় রাজনীতি। রাজনীতির সেই কাহিনিই ‘মহারানি’ সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক সুভাষ কাপুর নাম ভূমিকায় হুমা কুরেশি । প্রতি এপিসোডেই নতুন নতুন টুইস্ট৷ রাজনীতির মারপ্যাচ কেমন হয়, তার যেন জলন্ত দলিল এই সিরিজ৷ আর হুমার অভিনয়? এককথায় লাজবাব৷ সব মিলিয়ে এবছরের মাস্ট ওয়াচের তালিকায় মহারানি৷

৫) স্কুইড গেম
টাকার খেলা, নাকি মরণের! ২০২১ জমিয়ে দিল কোরিয়ান সিরিজ স্কুইড গেম৷ খেলার ছলে এই সিরিজ সামনে নিয়ে এল জীবনের খেলাকে৷ বাঁচতে হলে কীভাবে একের পর এক চ্যালেঞ্জকে মাথা পেতে নিতে হয় তা যেন শিখিয়ে দিল স্কুইড গেম৷ ৯ এপিসোডের এই সিরিজের তুরুপের তাস ছিল গল্প বলার কায়দা৷ প্রতিটি এপিসোডে শেষের টুইস্টেই এ বছর সব সিরিজকে পিছনে ফেলে দিল স্কুইড গেম৷

৬) ৮৩
বছর শেষে ছক্কা হাঁকালেন পরিচালক কবীর খান৷ ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয় আর রণবীরের কপিল দেব রূপ! টান টান চিত্রনাট্য, দুরন্ত অভিনয়৷ সব মিলিয়ে বক্স অফিসকে নিজের দখলে নেয় ৮৩৷ দেশাত্ববোধের আবেগ উসকে ছবির দ্বিতীয়ভাগ একেবারে চোখে জল আনা! আপনি স্টেডিয়ামে বসে নাকি সিনেমা হলে তা বুঝতেই পারবেন না জাস্ট!

 

৭) জয় ভীম
বলিউড, টলিউডকে এবার এক হাত নিল তামিল ছবি জয় ভীম৷ মুক্তির প্রথমে এই ছবিকে লোকে এড়িয়ে গেলেও, দর্শকদের মুখে মুখে জয় ভীম ছড়িয়ে পড়ল বিশ্বের সব কোণায়৷ ইন্ডিয়ার আধুনিকতার সমান্তরালে শাশ্বত ভারতবর্ষের রূপকে টেনে আনলেন ছবির পরিচালক টি জে নানেভেল৷ জাতপাত, রাজনীতিকে প্রেক্ষাপট বানিয়ে এক আইনজীবীর ত্রাতা হয়ে ওঠার গল্পই উঠে এল এই ছবিতে৷ হালকা মশালা ছবির ফমুর্লা মেনে জয় ভীম ছবি এক আন্দোলনকেই তুলে ধরল৷

৮) সর্দার উধম
বছরের শেষ মাসে ক্যাটরিনাকে বিয়ে করে লাইমলাইট কেড়ে নিলেন ভিকি কৌশল৷ কিন্তু তাঁর অনেক আগেই সুজিত সরকারের সর্দার উধম হয়ে কামাল দেখিয়েছেন ভিকি৷ তবে এখানে বলে রাখা দরকার সর্দার উধমে ভিকিই একমাত্র সেরা নন৷ ছবির লাগামটা হাতে রেখেছিলেন পরিচালক সুজিত সরকার নিজের কাছেই ৷ নিজের স্টাইল থেকে বেরিয়ে একেবারে অন্যধরনের গল্প বললেন সুজিত৷ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং ইতিহাসে উপেক্ষিত বিপ্লবী সর্দার উধম ছবি কিন্তু ভুয়শী প্রশংসা পেল সমালোচকদের৷ একটুর জন্য উধমের হাত থেকে ফসকে গেল দেশের হয়ে অস্কারে লড়াই!

৯) মিমি
কৃতি শ্যানন আর পঙ্কজ ত্রিপাঠী৷ মিমির ট্রেলার দেখে লোকে ভেবেছিল টোটাল কমেডি ছবি৷ ছবির প্রথমভাগে সে আশা পূরণ হলেও, দ্বিতীয় ভাগে গল্প ঘুরে যায় একশো আশি ডিগ্রি৷ সারোগেসিকে বিষয় বানিয়ে যে এমন একটা হালকা ফুলকা ছবি হতে পারে, তা বুঝিয়ে দিলেন পরিচালক লক্ষণ উতেকার৷ তবে শুধু ছবিই হিট নয়, আইটেম গান পরমসুন্দরী তো সুপারহিট৷

১০) গোলন্দাজ
করোনা আবহে সিনেমা হলে দর্শক টানাতো বেশ কঠিন কাজ৷ অন্তত, করোনা আবহের এই দুবছরে তা ভালই টের পেয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি৷ তবুও এরই মাঝে পুজোর ছবি হিসেবে সিনেপ্রেমীদের হলে ফেরানোর নিরিখে এগিয়ে রইল দেবের গোলন্দাজ৷ ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারির চরিত্রে দেব নজর কাড়লেন৷ ফুটবল পায়ে ইংরেজদের মাত দেওয়ার দুঃসাহস বাঙালিকে গর্বিত করে বইকী। তবে সত্যিই কি ভাল ছবি? সমালোচকরা অবশ্য ভিন্নমত পোষণ করবেন৷

সেরার তালিকায় জায়গা না পেলেও, স্পেশ্যাল ওপস ১.৫, অ্যাসপিরেন্টস, সুর্যবংশি, শেরনি, আজীব দাস্তান্স কিন্ত আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ