সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসেই মুক্তি পেতে চলেছে ‘ভুলভুলাইয়া ২’। যা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তার উপর আবার বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাকি আর মনের মিল হচ্ছে না তাঁর। বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বি টাউন। তারই মাঝে এবার পোশাক নিয়ে তুমুল কটাক্ষের শিকার কিয়ারা আডবানী (Kiara Advani)।
ঠিক কী হয়েছে? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে সবুজ রংয়ের পোশাক পরে দেখা গিয়েছে কিয়ারাকে। লং গাউনটির ডানদিকে কোমর থেকে কাটা। ডান পা স্পষ্ট দেখা যাচ্ছে। ডান দিকে কাটা অংশের উপর একটি অংশ একেবারেই স্যানিটারি ন্যাপকিনের মতো দেখতে। হাঁটার সময় ওই অংশের নিচে একটি সাদা রংয়ের কাপড়ও দেখা গিয়েছে। ওই ভিডিওতে স্পষ্ট পোশাকের জন্য বেশ বিব্রত হন কিয়ারা। সহকারীর সাহায্যে নিজেকে আড়াল করার চেষ্টাও করেন। যদিও সেই চেষ্টা খানিক ব্যর্থ হয়। পরে ক্যামেরার সামনে পুরোপুরি দেখা যায় তাঁকে। পোশাক পরে যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি, তা স্পষ্ট।
View this post on Instagram
[আরও পড়ুন: সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেপ্তার ৩]
ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি বিশেষ। আর ভাইরাল হওয়ামাত্রই নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। স্যানিটারি ন্যাপকিন উঁকি দিচ্ছে বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ খোলামেলা পোশাকের জন্য কটাক্ষ করেছেন তাঁকে। টাকাপয়সা উপার্জনের তাগিদে আর কত খোলামেলা পোশাক পরবেন, সে প্রশ্নও করেছেন নেটিজেনদের একাংশ।
View this post on Instagram
যদিও নেটিজেনদের কটাক্ষে আপাতত কান দিতে নারাজ কিয়ারা (Kiara Advani)। তাই প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জনের মতোই পোশাক বিতর্কেও মুখে কুলুপ এঁটেছেন তারকা। আপাতত আগামী ছবি ‘ভুলভুলাইয়া ২’ নিয়েই ভাবছেন তিনি। ছবির নানা কাজেই ব্যস্ত অভিনেত্রী।