Advertisement
Advertisement
Sunjay Kapur

পোলো খেলতে খেলতে আক্রান্ত হৃদরোগে! প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর

বয়স হয়েছিল ৫৩ বছর।

Business leader Sunjay Kapur passes away
Published by: Biswadip Dey
  • Posted:June 13, 2025 12:07 am
  • Updated:June 13, 2025 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। বয়স হয়েছিল ৫৩ বছর। ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

দুন স্কুলে পড়াশোনা শেয করার পর বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন সঞ্জয়। সোনা কমস্টার লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় বর্তমানে ব্রিটেনেই থাকতেন বলে জানা যাচ্ছে। ভারতের মোটর সেক্টরের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী সঞ্জয় অবশ্য জনসাধারণের কাছে পরিচিত কাপুর পরিবারের প্রাক্তন জামাই হিসেবেই। যদিও করিশ্মা তাঁর প্রথম স্ত্রী নন। নন্দিতা মাহতানি নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও সেই বিয়ে টেকেনি। পরে ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি।দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তান। ২০০৫ সালে জন্মগ্রহণ করে মেয়ে সামাইরা। ২০১১ সালে পুত্র কিয়ান। এরা দু’জনই এখন করিশ্মার সঙ্গে থাকে। 

সঞ্জয় পরে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। নিউ ইয়র্কে তাঁদের আলাপ হয়েছিল। প্রিয়াও বিবাহিতা ছিলেন। পরে দু’জনের ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাঁরা চুপিচুপি বিয়ে সারেন নয়াদিল্লিতে। 

পোলো খেলোয়াড় হিসেবেও সঞ্জয়ের প্রসিদ্ধি ছিল। শেষপর্যন্ত সেই খেলার মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সঞ্জয় রেখে গেলেন স্ত্রী প্রিয়া ও তাঁদের সন্তানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement