Advertisement
Advertisement

Breaking News

Debashree Roy

‘সঠিক সম্মান দেওয়া হয়নি’, ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনের আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষোভ দেবশ্রীর

আর কী বললেন দেবশ্রী রায়?

Debashree Roy on KIFF inauguration | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 21, 2022 7:20 pm
  • Updated:December 21, 2022 7:20 pm

অর্ণব দাস: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বলিউড থেকে উড়ে এসেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটের মতো তারকারা। উপস্থিত ছিলেন টলিউডের তারকারাও। তবে মঞ্চে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। এমনকী, মঞ্চে ছিলেন না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়কেও। বুধবার মধ্যমগ্রামে ভাইরাল সারমেয় সন্তুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেবশ্রী। সেখানেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে দেবশ্রী বলেন, “প্রতিটি শিল্পীকেই সমান সম্মান পাওয়া উচিত। আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাইনা না। তাই অনুষ্ঠানে যাইনি।” ফিল্ম ফেস্টের উদ্বোধনে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না করায় দেবশ্রী জানান, “যেহেতু চলচ্চিত্র উৎসব। তাই সকলকে অভিনেতাদেরই আমন্ত্রণ করা উচিত এবং যোগ্য সম্মান দেওয়া উচিত। আমার মনে হয় একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনৈতিক কারণ থাকা উচিত নয়। নিশ্চয়ই মিঠুন চক্রবর্তীকে সেই সম্মান দেওয়া হয়নি তাই হয়ত উনি আসেননি। একজন শিল্পী হিসেবে আমার এটাই মনে হয়েছে।”

[আরও পড়ুন: Zee5 ওয়েব প্ল্যাটফর্মে জমাটি বিনোদন, আসছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, রইল তালিকা ]

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবছরও তারকাখচিত মঞ্চে সূচনা হল ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। কিন্তু এই মনোজ্ঞ অনুষ্ঠানেও রাজনীতির ছোঁয়া লাগল। এমন এক অনুষ্ঠানে বাংলার তারকা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)নেই কেন? এই প্রশ্ন তুলে টুইট করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement

মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা তো শুধু বাংলার নন, গোটা ভারতেরই গর্ব। তাঁর কেরিয়ার নিয়ে সমালোচনা যতই হোক, প্রতিভা নিঃসন্দেহে ঈর্ষণীয়। অভিনয় জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও হাত পাকিয়েছেন। এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির (BJP) কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্যের গেরুয়া সংগঠনকে উজ্জীবীত করার ভার তাঁর উপর। সদ্যই তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘুরে গিয়েছেন জেলা সফরে। পাশাপাশি তিনি টলি তারকা দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমায় কাজ করেছেন। বড়দিনে তা মুক্তি পাবে। অর্থাৎ রুপোলি পর্দায়ও তাঁর উপস্থিতি যথেষ্ট উজ্জ্বল।

Advertisement

তো এহেন বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী কেন আমন্ত্রিত নন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর টুইট, ”মিঠুন চক্রবর্তীকে ছাড়া KIFF অসম্পূর্ণ। নিজের রাজ্যে এমন এক তারকা থাকতে কেন ভিনরাজ্যের সুপারস্টারদের আমন্ত্রণ কেন? শিল্পের উৎসবে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই কাম্য।” তবে ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, এহেন টুইট করে সুকান্ত নিজেই কি বিষয়টিকে রাজনৈতিক রং দিলেন না?

[আরও পড়ুন: ‘পিছলা ভূত’ খুঁজতে কেষ্ট গোয়েন্দা অঙ্কুশ, দেখুন ‘শিকারপুর’ ওয়েব সিরিজের ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ