Advertisement
Advertisement
Debasree Roy

গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?

ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Debasree Roy in official trailer of Chemistry Mashi Series directed by Sourav Chakraborty | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 25, 2024 10:48 am
  • Updated:January 25, 2024 10:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের মুশকিল আসান করতে গিয়েছিলেন। কিন্তু নিজেই ফেঁসে গেলেন। গ্রেপ্তার হতে হল দেবশ্রী রায়কে (Debasree Roy)। তাতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কী এমন করলেন টলিউডের অভিনেত্রী? কেন তাঁর ঠাঁই হল হাজতে?

Debasree

Advertisement

এই সবই হয়েছে পরিচালক সৌরভ চক্রবর্তীর জন্য। তাঁর পরিচালনাতেই বহুদিন বাদে ক্যামেরার সামনে ফিরেছেন দেবশ্রী। হয়েছেন ‘কেমিস্ট্রি মাসি’ (Chemistry Mashi)। আর এই ওয়েব সিরিজেই অভিনেত্রীর হাজতবাসের দৃশ্য রয়েছে। প্রসঙ্গত, এই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন দেবশ্রী। সৌরভ পরিচালিত ওয়েব সিরিজে তিনি হয়েছেন সুচরিতা লাহিড়ী ওরফে কেমিস্ট্রি মাসি।

Advertisement

[আরও পড়ুন: বাস্তবের ‘ওয়ান্ডার উওম্যান’ ফিরদৌসের পাইলট স্ত্রী, বুদ্ধির জোরে বাঁচালেন ২৯৭ যাত্রীর প্রাণ]

কেমিস্ট্রি মোটেও কঠিন নয়, বুঝলে জলের মতো পরিষ্কার। এই কথাই ছাত্রছাত্রীদের বোঝাতে চায় সুচরিতা। স্বামীর অমত থাকা সত্ত্বেও ভ্লগার হিসেবে চ্যানেল শুরু করে। কিন্তু এর মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যার জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়। সুচরিতার এই সফর হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে।

নতুন এই ওয়েব সিরিজে দেবশ্রীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শংকর চক্রবর্তী। এছাড়াও রয়েছেন ঋত্বিকা পাল, সপ্তর্ষি মৌলিক, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়, বিনয় শর্মা, বিপ্লব দাশগুপ্ত। পরিচালক সৌরভ ও ইশিতা সরকার মিলে লিখেছেন চিত্রনাট্য। সিনেমাটোগ্রাফার শুভদীপ দে।

[আরও পড়ুন: বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ