BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘SET পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, বাবা করিয়ে দেয়নি’, নিন্দুকদের জবাব দেবলীনা কুমারের

Published by: Akash Misra |    Posted: March 22, 2023 6:59 pm|    Updated: March 22, 2023 7:02 pm

Devlina Kumar face book Post goes Viral | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের কন্য়া। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। কারণ, দেবলীনা কুমার (Devlina Kumar ) প্রতিষ্ঠীত অভিনেত্রী। বিয়ে করেছেন মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরবকে। সব মিলিয়ে দেবলীনা বিনোদন জগতে বেশ পরিচিত নাম। সেই দেবলীনাই এবার ফেসবুকে এমন পোস্ট করলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই কাণ্ড!

বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। রোজই একের পর এক তথ্য সামনে আসছে। ঠিক এই সময়ই হালকা রসিকতার মধ্যে দিয়ে যেন বোমা ফাটালেন দেবলীনা। নিয়োগ দুর্নীতিকে টেনে নিয়ে এসে শেয়ার করলেন ৮ বছর আগের এক স্মৃতি।

[আরও পড়ুন: ‘কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে…’ সৃজিত-রাজের ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত SVF-এর?]

দেবলীনা একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। এই ছবিটি সেট পরীক্ষার রেজাল্ট। সেখানে দেখা গিয়েছে সবার শীর্ষে দেবলীনা কুমারের নাম। এই ছবি শেয়ার করে দেবলীনা লিখলেন, ”আট বছর আগের এক ছবি পেলাম। সেট পরীক্ষায় বসেছিলাম এবং প্রথম হয়েছিলাম।” সঙ্গে দেবলীনা লিখলেন, ”অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে। ” এই পোস্টে দেবলীনা আরও লিখলেন, ”এইগুলো মাঝে মধ্যে খুজে পেলে মনে হয়ে যে অতটাও মূর্খ নই। পেটে একটু হলেও বিদ্যে আছে।”

[আরও পড়ুন: বক্স অফিসে ব্যর্থ কঙ্গনার ছবি, মোটা টাকা ক্ষতিপূরণের দাবিতে পাঠানো হল চিঠি! ]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে