২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

লাগাতার আক্রমণ কঙ্গনা, তোপের মুখে পালটা দিলেন করণ জোহর!

Published by: Suparna Majumder |    Posted: March 31, 2023 8:41 pm|    Updated: March 31, 2023 8:41 pm

Did Karan Johar mocked Kangana Ranaut in his Insta story? | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই করণ জোহরকে (Karan Johar) বাক্যবাণে বিদ্ধ করার সুযোগ ছাড়েন না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। স্বজনপোষণের অভিযোগে বারবার সরব হয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার যেন করণ জোহর কঙ্গনাকে পরোক্ষে কটাক্ষ করলেন। তাও আবার ইনস্টাগ্রাম বার্তায়।

Kangana-Karan-1

নিজের ইনস্টা স্টোরিতে করণ লিখেছেন, “বিমানবন্দর যাতায়াতের মাধ্যম…এটা যেন আবার সাংবাদিক বৈঠকেরও জায়গা…এবার হয়তো ট্রেলার লঞ্চের জায়গাও হয়ে যাবে! (তা হতে পারে… কোনও আপত্তি নেই…তবে কখনও তো বিমানে সফর করো…)”

[আরও পড়ুন: অরিজিতের মন ভোলানো সুর, তামান্না-রশ্মিকাদের দুরন্ত নাচে শুরু IPL 2023]

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভাল চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মানুষের ঝামেলাও হয়েছিল। আর আমি এ সব এখন পছন্দ করি না। আমি নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমেরিকায় এসে গান গাইলাম।”

প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে পড়ে টুইটে কঙ্গনা লেখেন, প্রিয়াঙ্কা একাই নায়কদেরকে জব্দ করছিল, সেটা সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ। এদিকে বিমানবন্দরে প্রিয়াঙ্কার প্রসঙ্গেই কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী তখন বলেছিলেন, “আমার বেলায় তো খুব চিৎকার করেন। ফিল্ম মাফিয়াদের তো প্রশ্ন করেন না। খুব চালাক আপনারা।” মনে করা হচ্ছে, এতে করণকেই ঠেস দিয়েছিলেন কঙ্গনা। যার উত্তর হয়তো করণ নিজের ইনস্টা স্টোরিতে দিলেন।

[আরও পড়ুন: রিমেক হলেও ‘ভোলা’য় রয়েছে নিজস্বতা, নির্ভেজাল অ্যাকশন উপহার দিলেন অজয় দেবগন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে