Advertisement
Advertisement
Elvish Yadav

সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগে শেষমেশ গ্রেপ্তার এলভিশ যাদব

একাধিকবার জেরার পর পুলিশের জালে এলভিশ।

Elvish Yadav arrested by Noida Police in snake venom case

ফাইল চিত্র

Published by: Sandipta Bhanja
  • Posted:March 17, 2024 5:26 pm
  • Updated:March 17, 2024 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিল এলভিশ যাদবের বিরুদ্ধে। যার জেরে বারবার জেরার মুখে পড়তে হয়েছিল ইউটিউবারকে। রবিবার শেষমেশ সেই সর্পবিষ কাণ্ডেই নয়ডা পুলিশ গ্রেপ্তার করল এলভিশকে।

বিগ বস OTT’র দ্বিতীয় মরশুম জেতার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে এলভিশ যাদবের (Elvish Yadav) নাম। গতবছর নভেম্বর মাসে তাঁর বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। যদিও একাধিকবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এলভিশ। তবে শেষ রক্ষা আর হয়নি তাঁর! নয়ডা পুলিশের তরফে ফের জেরার মুখে পড়ে গ্রেপ্তার হলেন খ্যাতনামা ইউটিউবার।

Advertisement

সোশাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিও থেকেই গ্রেপ্তারির খবর ছড়িয়েছে। সেখানে দেখা গেল, এলভিশ-সহ ছয় জনকে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল প্রকাশ্যে। এলভিশদের পার্টি থেকে পাওয়া সাপের বিষের নমুনার ফরেনসিক পরীক্ষা করানো হয়েছিল। তার রিপোর্টেই জানা যায়, এখানে কেউটে ও ক্রেটের মতো বিষাক্ত সাপের বিষ রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যেই শাহরুখ-সলমনের ঝগড়া, ‘আবার তোমরা…’ ধমক আমিরের! দেখুন ভিডিও]

২০২৩ সালের নভেম্বর এলভিশ-সহ ছজনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। তাঁদের কাছে প্রায় নটি বিষাক্ত সাপও উদ্ধার হয়। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও এলভিশকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল। এবার সেই মামলাতেই গ্রেপ্তার হলেন জনপ্রিয় ইউটিউবার।

হরিয়ানায় জন্ম এলভিশের। জন্মসূত্রে তাঁর নাম সিদ্ধার্থ যাদব। ২০১৬ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথমে চ্যানেলের নাম ছিল ‘দ্য সোশাল ফ্যাক্টরি’। পরে তা পালটে ‘এলভিশ যাদব’ করে দেওয়া হয়। পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব, মনীশা রানির মতো প্রতিযোগীদের হারিয়ে ‘বিগ বস OTT’র দ্বিতীয় মরশুমের খেতাব জিতেছেন এলভিশ।

[আরও পড়ুন: ‘আবার আসিব ফিরে…’, নৈশ কনসার্টে মুম্বই কাঁপিয়ে বললেন শাহরুখে মুগ্ধ এড শিরান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ