Advertisement
Advertisement
Elvish Yadav

‘৫ রাত…’ জেলের দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার করলেন এলভিশ যাদব

১৭ মার্চ নয়ডা পুলিশ গ্রেপ্তার করে ‘বিগ বস’ জয়ী এলভিশকে।

Elvish Yadav Opens Up On Spending 5 Nights In Jail In Snake Venom Case
Published by: Akash Misra
  • Posted:April 19, 2024 4:20 pm
  • Updated:April 19, 2024 4:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলভিশ যাদবের (Elvish Yadav) বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিল গত বছর নভেম্বর মাসে। যার জেরে ১৭ মার্চ নয়ডা পুলিশ গ্রেপ্তার করে ‘বিগ বস’ জয়ী এলভিশকে। ১৪ দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত। তবে এক সপ্তাহের মাথাতেই জামিন পেয়ে জেল থেকে ছাড়া পান তিনি। সম্প্রতি কারাগারের দিনযাপনের কথা ফাঁস করলেন এলভিশ। স্পষ্টই জানালেন, কতটা দুর্বিষহ ছিল সেই অভিজ্ঞতা।

এলভিশ জানালেন, ”খুবই খারাপ ছিল দিনগুলো। আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। ঈশ্বর করুক, কখনও কেউ যেন জেলে না যায়। আমি সত্য়িই অনুতপ্ত। আমি এখন ওসব জলদি ভুলে কাজে ফিরতে চাই।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Elvish Raosahab (@elvish_yadav)

Advertisement

[আরও পড়ুন: ভোটকেন্দ্রে জনতার ধাক্কায় নাজেহাল থলপতি বিজয়, নেতা-অভিনেতাকে বাঁচাতে আসরে পুলিশ]

বিভিন্ন প্রমোদ পার্টিতে সাপের বিষ জোগান দেওয়ার অভিযোগ উঠেছিল এলভিশ যাদবের বিরুদ্ধে। শোনা গিয়েছিল, পুলিশের জেরার মুখে পার্টিতে সাপের বিষ জোগাড় করার কথা স্বীকার করেছেন এলভিশ। তাঁদের কাছে প্রায় নটি বিষাক্ত সাপও উদ্ধার করেছিল নয়ডা পুলিশ। গতবছর ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও এলভিশকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার।

সংবাদ সংস্থা এএনআইকে তাঁর আইনজীবী প্রশান্ত রাঠি জানান, এলভিশ ও তাঁর বন্ধুদের কাছ থেকে এমন কোনও জিনিস পাওয়া যায়নি যাতে NDPS অর্থাৎ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবটেন্সেস আইন লঙ্ঘন হয়। তাঁদের সমস্ত বক্তব্য শুনেই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।

[আরও পড়ুন: ভোটের গুঁতো! ভিড়ে ‘চিড়েচ্যাপ্টা’ কমল হাসান, বুথে রজনী আন্নাকে ছেঁকে ধরল ভক্তরা, তারপর?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ