সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে সেরা হয়েছেন এলভিস যাদব। নিন্দুকরা বলছেন, বিগ বস জিতে মাটিতে নাকি পা পড়ছে না এলভিশের। আর তারই যেন প্রমাণ পাওয়া গেল রবিবার রাতে। সোশাল মিডিয়ায় ভাইরাল হল এলভিশের এমন এক ভিডিও যা দেখে হতবাক তাঁর অনুরাগীরা।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং। সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক রেস্তরাঁয় পাশের টেবিলে বসে থাকা যুবককে বেধড়ক মারলেন এলভিশ। সেই মারধরের ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
That person was intentionally abusing Elvish’s mother. #ElvishYadav #ElvishArmy#ElvishYadav pic.twitter.com/N5FzwyX9mf
— Elvish Army (Fan Account) (@elvisharmy) February 11, 2024
এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এলভিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমার মারধর একেবারেই পছন্দ নয়। আমি শান্তি চাই। যে ছবি তুলতে চায় আমার সঙ্গে, আমি তুলতেই দিই। কিন্তু পিছন থেকে কেউ যদি নোংরা মন্তব্য করে, তাহলে তাকে আমি ছাড়ব না। এমনটাই আমি। অন্যায়ের প্রতিবাদ করবই।”
#ElvishYadav statement on slap incident. pic.twitter.com/SBauHMIOev
— The Khabri (@TheKhabriTweets) February 11, 2024
এলভিশ আরও বলেন, ”আমার সঙ্গে পুলিশ, নিরাপত্তারক্ষীরা ছিল। যদি আমি অন্যায় করে থাকি তাহলে তাঁরাই তো প্রতিবাদ করতেন। আমি যেটা করেছি, তার জন্য একটুও ক্ষমাপ্রার্থী নই।”
তবে এলভিশ যাই বলুক না কেন, নিন্দুকরা কিন্তু মোটেই ভালো চোখে দেখছেন না এই কাণ্ডকে। বরং এলভিশের অহংকারকেই দুষছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.