Advertisement
Advertisement

Breaking News

সাহসী দৃশ্যে ঝড় তুলে ভাইরাল এষা গুপ্তা! মহাকুম্ভে পুন্যস্নান সেরে বললেন, ‘সনাতন ধর্মের টানেই এসেছি’

পুন্যস্নান সেরে কী জানালেন 'সাহসী দৃশ্যে' খ্যাত এষা?

Esha Gupta takes holy dip at Maha Kumbh 2025
Published by: Sandipta Bhanja
  • Posted:February 7, 2025 8:25 pm
  • Updated:February 7, 2025 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই সাহসী এষা গুপ্তা (Esha Gupta)। ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে, কায়া প্রদর্শন নিয়ে তাঁর কোনও দিনই অসুবিধে ছিল না, নেইও। একাধিকবার টপলেস ফটোশুট করে চর্চার শিরোনামে উঠে এসেছেন। ট্রোলড, কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। সিনেমার পর্দায় সেরকম একটা দেখা মেলে না তাঁর ঠিকই! তবে, সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় এষা। এবার মহাকুম্ভে (Maha Kumbh 2025) যোগ দিয়ে ফের সংবাদের শিরোনামে অভিনেত্রী।

মা রেখা রেখা গুপ্তার সঙ্গে প্রয়াগরাজে গিয়েছেন এষা গুপ্তা। মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গেরুয়া শাড়ি পরে আস্থার ডুব দিতেও দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, নিজেকে ‘সনাতনী’ বলে দাবি করে স্বামী বালকানন্দ গিরি মহারাজের সঙ্গেও দেখা করলেন এষা। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর সোজাসাপটা মন্তব্য, “অন্যদের নিয়ে টিপ্পনি কাটা বলিউড অভিনেতাদের কাজ নয়। তাঁদের কাজ অভিনয় করা। তাই আমি অন্যদের নিয়ে কোনও কথা বলতে চাই না। আমি এখানে অভিনেত্রী হিসেবে আসিনি। এসেছি ব্যক্তিগত কারণে। আমি সনাতন ধর্মের টানেই এসেছি। একজন কন্যা হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে মহাকুম্ভে যোগ দিয়েছি।” এষা গুপ্তার বার্তা, “ধর্ম হোক বা কর্ম , যে কারণেই হোক না কেন, মহাকুম্ভে আসুন।” ইনস্টাগ্রামে বোল্ড অভিনেত্রীকে ট্র্যাডিশনাল পোশাকে দেখে অনেকে কটু মন্তব্যও করলেন।

Advertisement

এদিন মহাকুম্ভে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তাও। সেখান থেকেই আগামী ছবি ‘বধ ২’-এর সফর শুরু করলেন তিনি অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানও করেনীনা গুপ্তা জানালেন, “জীবনে কোনওদিন এক ভিড় দেখিনি। সরকারকে ধন্যবাদ এত ভালো আয়োজন করার জন্য। দারুণ অভিজ্ঞতা।” প্রসঙ্গত, আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ ইতিমধ্যেই জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। অনুপম খের, রেমো ডিসুজা, তানিশা মুখোপাধ্যায়, হেমা মালিনী, কোল্ড প্লের ক্রিস মার্টিন-সহ অনেক তারকাই ত্রিবেণী সঙ্গমে পুন্যস্নান সেরেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luv Films (@luv_films)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement