Advertisement
Advertisement

Breaking News

ফিল্মফেয়ার

ফিল্মফেয়ারের মঞ্চে বাজিমাত করল ‘গাল্লি বয়’, জেনে নিন কারা হলেন সেরা

রইল ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা। 

Filmfare Awards 2020: Gully Boy bag many awards including best film
Published by: Sulaya Singha
  • Posted:February 16, 2020 10:36 am
  • Updated:February 16, 2020 10:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভির পর্দায় ইতিমধ্যে নিশ্চয়ই আলিয়া ভাট কিংবা বরুণ ধাওয়ানকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে নিয়ে দেখে ফেলেছেন। এও জানতে পেরেছেন এবার ফিল্মফেয়ারের আসর বসছে ‘অসাম’ অসমে। কিন্তু কোন ছবি পাচ্ছে সেরার শিরোপা? কোন অভিনেতাই বা সেরার তকমা গায়ে চাপিয়ে হাতে তুলছেন ব্ল্যাক লেডিকে? রবিবাসরীয় সন্ধেয় সেই সব প্রশ্নের পর্দা সরে যাবে। টিভির পর্দায় উপভোগ করবেন এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়া ফিল্মফেয়ারের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও এই তারকাখচিত শো দেখতে পাবেন দর্শকরা।

আন্তর্জাতিক মঞ্চে অস্কারের মতোই ভারতীয় ছবির জগতে ফিল্মফেয়ারের গুরুত্ব। এ নিয়ে সিনেপ্রেমীরাও বেশ কৌতূহলী। কোন বিভাগে কে সেরার পুরস্কার জিতলেন, তা জানতে আগ্রহী অনেকেই। এবার অসমের মঞ্চে বাজিমাত করল গাল্লি বয়। চলুন অনুষ্ঠান দেখার আগেই সেই কৌতূহল মেটানো যাক। এই প্রতিবেদনে রইল ৬৫ তম ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিরিয়ানি খাইয়ে আন্দোলন চলে না’, শাহিনবাগ নিয়ে কড়া জবাব অভিনেত্রী রত্না পাঠকের]

সেরা অভিনেত্রী (ক্রিটিকস): ভূমি পড়নেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)
সেরা অভিনেতা (ক্রিটিকস): আযুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)
সেরা ছবি (ক্রিটিকস): আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া
সেরা অভিনেতা: রণবীর সিং (গাল্লি বয়)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাল্লি বয়)
সেরা পরিচালক: জোয়া আখতার (গাল্লি বয়)
সেরা অরিজিনাল গল্প: অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)
সেরা সংলাপ: বিজয় মৌর্য (গাল্লি বয়)
সেরা ছবি: গাল্লি বয়
সেরা পার্শ্বঅভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী (গাল্লি বয়)
সেরা পার্শ্বঅভিনেত্রী: অম্রুতা সুভাষ (গাল্লি বয়)
সেরা ডেবিউ পরিচালক: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা ডেবিউ অভিনেতা: অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)
সেরা ডেবিউ অভিনেত্রী: অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (ওয়ার)
সেরা লিরিক্স: ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গাল্লি বয়)
সেরা মিউজিক অ্যালবাম: গাল্লি বয় এবং কবীর সিং
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গাল্লি বয়)
সেরা অ্যাকশন: পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)
সেরা করিওগ্রাফার: রেমো ডিসুজা (কলঙ্ক)
সেরা সিনেমাটোগ্রাফি: জয় ওজা (গাল্লি বয়)
সেরা এডিটিং: শিবকুমার (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

Advertisement

[আরও পড়ুন: ভালবাসার টান আলগা করতে পারে না দূরত্ব, সম্পর্কের এক অন্য গল্প শোনাল ‘প্রমিস’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ