Advertisement
Advertisement
Filmfare OTT Awards 2023

Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?

কোন সিরিজ হল সেরা?

Filmfare OTT Awards 2023: Here is the winner's list | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 28, 2023 2:54 pm
  • Updated:November 28, 2023 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভার দ্য টপকে আর উপেক্ষা করা সম্ভব নয়। একথা ফিল্মফেয়ার কর্তৃপক্ষও বুঝতে পেরেছে। তাই তো ২০২০ সাল থেকে শুরু হয়েছে ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস (Filmfare OTT Awards)। এবার জয়ীদের তালিকায় যেমন মনোজ বাজপেয়ী, আলিয়া ভাট, বিজয় বর্মার মতো তারকা রয়েছেন, তেমনই আনকোরা কিছু মুখ কেড়েছেন নজর। রইল তালিকা –

ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৩
————————

Advertisement

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম – সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা ওয়েব অরিজিনাল ছবির পরিচালক – অপূর্ব সিং কার্কি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেতা – মনোজ বাজপেয়ী (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেতা (ক্রিটিক) – রাজকুমার রাও (মনিকা ওহ মাই ডার্লিং)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেত্রী – আলিয়া ভাট (ডার্লিংস)

Manoj-Alia

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (ক্রিটিক) – লাস্ট স্টোরিজ (কঙ্কনা সেনশর্মা)
                                                                   ভাসান বালা (মনিকা ওহ মাই ডার্লিং)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেত্রী (ক্রিটিক) – শর্মিলা ঠাকুর (গুলমোহর)
                                                                                      সানিয়া মালহোত্রা (কাঁঠাল)
ওয়েব অরিজিনাল ছবির সেরা সহ-অভিনেতা – সূরজ শর্মা (গুলমোহর)
ওয়েব অরিজিনাল ছবির সেরা সহ-অভিনেত্রী – অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২)
                                                                               শেফালি শাহ (ডার্লিংস)

Darlings-1

[আরও পড়ুন: ‘চুপ থাকব না, লড়ে যাব’, আলিয়ার ডিপফেক ভিডিও ভাইরাল হতেই ফের গর্জে উঠলেন রশ্মিকা]

সেরা সিরিজ – স্কুপ
সিরিজের সেরা পরিচালক – বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলি)
সেরা পরিচালক (ক্রিটিক) – রণদীপ ঝা (কোহরা)
সিরিজের সেরা অভিনেতা – সুভিন্দর ভিকি (কোহরা)
সিরিজের সেরা অভিনেতা (ক্রিটিক) – বিজয় বর্মা (দাহাড়)
সিরিজের সেরা অভিনেত্রী – রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সিরিজের সেরা অভিনেত্রী (ক্রিটিক) – করিশ্মা তান্না (স্কুপ)
                                                              সোনাক্ষী সিনহা (দাহাড়)

Sonakshi-Rajkumar
সিরিজের সেরা সহ-অভিনেতা – বরুণ সোবতি (কোহরা)
সিরিজের সেরা সহ-অভিনেত্রী – তিলোত্তমা সোম (দিল্লি ক্রাইম সিজন ২)
কমেডি সিরিজের সেরা অভিনেতা – অভিষেক বন্দ্যোপাধ্যায় (দ্য গ্রেট ওয়েডিং অফ মুন্নেজ)
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী – মানবী গাগরু (টিভিএফ ট্রিপলিং)
কমেডি সিরিজের সেরা সহ-অভিনেতা – অরুণাভ কুমার (টিভিএফ পিচার্স সিজন ২)
কমেডি সিরিজের সেরা সহ-অভিনেত্রী – শেরনাজ প্যাটেল (টিভিএফ ট্রিপলিং সিজন ৩)
সেরা কমেডি (সিরিজ / স্পেশালস) – টিভিএফ পিচার্স সিজন ২
সেরা নন-ফিকশনাল অরিজিনাল – সিনেমা মরতে দম তক

[আরও পড়ুন: বক্স অফিসে মুখোমুখি ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’, ছবি মুক্তির আগে রণবীরকে কী বার্তা ভিকির?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement