Advertisement
Advertisement
Lucky Ali

‘এই সুন্দর দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব’, লাকি আলির মর্মস্পর্শী পোস্ট ঘিরে চাঞ্চল্য

কেন হঠাৎ এমন মন্তব্য বর্ষীয়ান শিল্পীর?

Forced to leave the country, says Lucky Ali। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2022 1:49 pm
  • Updated:July 8, 2022 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”এই সুন্দর দেশটা, যাকে আমি আমার ঘর বলি, এবার বলতে বাধ্য হচ্ছি, সেই দেশ ছেড়েই চলে যেতে হবে।” শুক্রবার সকালে ফেসবুকে সংগীতশিল্পী লাকি আলির (Lucky Ali) করা পোস্ট ঘিরে চাঞ্চল্য। কিন্তু কেন এমন পোস্ট করলেন তিনি?

তাঁর অভিযোগ, তাঁদের পৈতৃক জমি জবরদখল করা হয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। ২০০২ সাল থেকেই ওই জমি পুনরুদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে ক্ষোভ উগরে দিয়ে লাকি জানিয়েছেন, এই পরিস্থিতিতে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘হাফ সেঞ্চুরি মার দি ইসনে’, সৌরভের জন্মদিনে কবিতা উপহার জাভেদ আখতারের]

Lucky Ali FB

Advertisement

শুক্রবার তাঁকে লিখতে দেখা গিয়েছে, ”আগেও বলেছি, আবারও বলছি। যদি আমাদের সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যারা আমাদের ১০০ একরের বেশি জমি ও আমার বাবার কৃষিজমি বেদখল করে রেখেছে, তাহলে আমি দেশ ছাড়তে বাধ্য হব।” তাঁর দাবি, প্রচুর অর্থ খরচ করে এবং ভুয়ো সাক্ষীর সাহায্যে বিচারব্যবস্থাকেও প্রভাবিত করে ফেলেছে ওই মাফিয়ারা। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি।

স্বাভাবিক ভাবেই এমন পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট ভুবনে। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন, বিষয়টি সংসদে উত্থাপন করতে। কেউ কেউ বলেছেন তার আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেসে গেল গাড়ি, মৃত ৯]

উল্লেখ্য, এর আগে জুন মাসে লাকি আলির একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছিল। হজরত মহম্মদকে নিয়ে বিতর্কের মধ্যেই ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট করেন লাকি আলি। লেখেন “আই লাভ মহম্মদ”। অর্থাৎ কিনা আমি মহম্মদকে ভালবাসি। এমন পোস্টের পরেও গোলমাল শুরু হয়। উগ্র হিন্দুত্ববাদীরা লাকির পোস্টের নিচে নানা কথা লিখতে শুরু করেন। অনেকে কটু মন্তব্যও করেন। অনেকে আবার শুধুই ‘জয় শ্রী রাম’ লেখেন। তেমনই ‘জয় শ্রী রাম’ লেখা একটি মন্তব্যে হাজার খানিকের বেশি লাইক পড়েছিল। এরপরে চুপ না থেকে পালটা মন্তব্য করেন লাকি। এক ব্যক্তির ‘জয় শ্রী রাম’ মন্তব্যের জবাবে তিনি লেখেন “আপনি আমার ভাই”। এরপরেই সম্পূর্ণ উলটো পরিস্থিতি তৈরি হয়। ঘুরে যায় হাওয়া। এবারে লাকির মন্তব্যে লাইকের বন্যা বয়ে যায়। সকলেই প্রশংসা করতে শুরু করেন ভারতীয় পপ গায়কের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ