Advertisement
Advertisement
Gandii Baat

অ্যাডাল্ট কমেডি ‘গন্দি বাত’-এর পোস্টারে লক্ষ্মীকে অপমান! ক্ষোভের মুখে একতা কাপুর

একতা কাপুরকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা।

Gandii Baat 6 Poster Sparks Controversy Over Goddess Lakshmi's Portrayal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 13, 2023 6:47 pm
  • Updated:June 13, 2023 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পোস্টার বিতর্কে জর্জরিত বিনোদুনিয়া। একতা কাপুরের ডিজিটাল প্ল্যাটফর্ম অল্ট বালাজি-তে মুক্তি পাওয়া ‘গন্দি বাত ৬’-এর পোস্টার ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, পোস্টারে মা লক্ষ্মীকে অপমান করা হয়েছে।

‘গন্দি বাত’ অল্ট বালাজি প্ল্যাটফর্মের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। সেই সিরিজের ষষ্ঠ সংস্করণের পোস্টার নিয়েই যাবতীয় বিতর্ক। সেখানেই দেখা যাচ্ছে, পদ্মাসনে বসে এক লাস্যময়ী নারী। ব্লাউস থেকে উঁকি দিচ্ছে ক্লিভেজ। শাড়ির ফাঁকে স্পষ্ট পেট ও নাভী। ঘোমটায় ঢাকা তাঁর মুখের অর্ধাংশ। ঠোঁটের উপর রাখা তর্জনি। যেন সকলকে চুপ থাকতে বলছে সে। পদ্মাসনে যেভাবে মা লক্ষ্মী বসেন, সেভাবেই এই নারীকে তুলে ধরার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেই সরব হয়েছে নেটিজেনদের একাংশ। তাদের দাবি, লক্ষ্মীর রূপ নকল করে নারীকে এভাবে দেখানোয় ভারতীয় দেবীকেই অপমান করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সুতির শাড়ি হাতে আদ্যাপীঠে পুজো দিতে এসেছিলেন মা, কিন্তু…’, চোখে জল আনা স্মৃতিচারণা মমতার]

অনেকে একতা কাপুরকে খোঁচা দিয়ে বলেছেন, তিনি নিজের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম বালাজির নামে রেখেছেন। কিন্তু কাজকর্ম সব উলটোই করেন। ‘সফট পর্নে’র সিরিজের পোস্টারে লক্ষ্মী দেবীকে টেনে আনা চেষ্টা করেছেন তিনি। আরেক নেটিজেন আবার ক্ষোভ উগরে বলে দেন, এই সব সিরিজ থেকে দেবদেবীদের দূরে রাখুন।

অ্যাডাল্ট কমেডি এই সিরিজের ষষ্ঠ মরশুম অনেক আগেই মুক্তি পেয়েছে। এমনকী শচীন মোহিতের পরিচালনায় এর সপ্তম সিজনও মুক্তি পেয়েছে। কিন্তু ‘গন্দি বাত ৬’-এর পোস্টারটি ঘিরে হঠাৎই শুরু হয়েছে বিতর্ক। এমনকী অনেকে একতা কাপুরকে বয়কটের ডাকও দিয়েছেন। উল্লেখ্য, এর আগে কালী ছবির পোস্টার নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। যেখানে কালীর সাজে মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির দিনেই সৌজন্যের ছবি শালবনীতে, দিলীপ ঘোষকে ORS ও ঠান্ডা জল দিলেন TMC কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ