Advertisement
Advertisement

Breaking News

Hero Alom

বিপাকে হিরো আলম, জনপ্রিয় ইউটিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সংগীতশিল্পী

কী অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে?

GD filed against Hero Alom In Bangladesh | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 7, 2022 6:51 pm
  • Updated:April 7, 2022 7:00 pm

সুকুমার সরকার, ঢাকা: অনুমতি ছাড়াই মেসিকে নিয়ে একটি গান নিজের ইউটিউব চ্যানেলে (Youtube Channel) আপলোডের অভিযোগ। হিরো আলমের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বাংলাদেশের এক সংগীত শিল্পী। “সুনাম নষ্ট করতে চক্রান্ত করা হচ্ছে”, দাবি হিরো আলমের।

বাংলাদেশের উত্তর জনপদ জেলা বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল জীবন। সেই হিরো আলম এখন রীতিমতো সেলিব্রিটি। ব্যবসার খাতিরে নিজেই ভিডিওতে মডেল হতে শুরু করতে ধীরে ধীরে বদলে যেতে থাকে ভাগ্য। ইতিমধ্যেই পাঁচ শতাধিক ভিডিওতে কাজ করে ফেলেছেন তিনি। সেই হিরো আলমের (Hero Alom) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এবার থানায় জিডি করা হয়েছে।

Advertisement

Advertisement

[আরও পড়ুন:‘বোমা-বন্দুক আছে, ১০ মিনিটে গ্রামের সব বাড়ি উড়িয়ে দেব’, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের উপপ্রধান]

বুধবার কলাবাগান থানায় অভিযোগ করেছেন তারেক আজিজ নিশক। তাঁর জিডিতে উল্লেখ করা হয়েছে, “২০২১ সালের ৭ জুলাই কোপা-আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে ‘বন্ধন টিভি’র জন্য ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ ম্যাচের আগে মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান তৈরি করেছিলাম। গানটি ‘বন্ধন টিভি’র ইউটিউব চ্যানেলে আপলোড করি। পরে বিবাদী মো. আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম অনুমতি ব্যতীত ‘হিরো আলম অফিসিয়াল’ এবং ‘হিরো আলম’ নামক ইউটিউব চ্যানেলে সেটি আপলোড করেন।”

তারেক আজিজ নিশকের অভিযোগ, গান আপলোড নিয়ে আপত্তি জানালে অন্যায়ভাবে তারেকে চ্যানেলে স্ট্রাইক দেন হিরো আলম। ফোনে বিভিন্নরকম হুমকিও দেওয়া হয়। এই জিডি প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করেই সক্রিয় হয়েছে। এর বেশি কিছু বলার নেই।”

[আরও পড়ুন: রানওয়েতে ফাটলের জেরে ব্যাহত পরিষেবা, বাগডোগরা বিমানবন্দরে ভোগান্তি যাত্রীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ