Advertisement
Advertisement

Breaking News

Singer KK Death

Singer KK: ‘হায়… মনে হচ্ছে এখানেই মরে যাই’, নজরুল মঞ্চে গানের মাঝে বলেন KK, দেখুন ভিডিও

শ্রোতাদের সামনে 'ওম শান্তি ওম' ছবির গান গাইছিলেন শিল্পী। তার মাঝেই বলেন কথাটি।

'Going to die here', said KK during Nazrul Mancha event | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 1, 2022 2:28 pm
  • Updated:June 1, 2022 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আঁখো মে তেরি আজব সি আজব সি আদায়ে হ্যায়…’ – ‘ওম শান্তি ওম’ ছবির গান গাইছিলেন কেকে (Singer KK)। সামনে শ্রোতা। তখনও জানতেন না, মৃত্যু অপেক্ষা করছে তাঁর জন্য। মঞ্চে দাঁড়িয়েই হিন্দিতে বলে উঠেছিলেন, “হায়… মর যাউঁ এহি পে” অর্থাৎ “হায়… মনে হচ্ছে এখানেই মরে যাই।”

kk 2

Advertisement

হালকা মেজাজে যে কথাটি কেকে বলেছিলেন, সেকথাটিই তাঁর জীবনের চরম সত্যিতে পরিণত হল। এই শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের সংগীতশিল্পী। নজরুল মঞ্চ থেকে অনুষ্ঠান সেরে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। তারপর CMRI হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।  শিল্পীর মৃত্যু হলেও তাঁর বলা কথাটি রয়ে গিয়েছে ক্যামেরাবন্দি হয়ে। ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিও। 

Advertisement

[আরও পড়ুন: ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’, প্রেম, বন্ধুত্ব, বিষণ্ণতা ছুঁয়ে থেকে যাবেন KK]

মঙ্গলবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ নজরুল মঞ্চে শো শুরু করেন কেকে। তার আগে থেকেই ভিড় জমতে শুরু করে। শোনা গিয়েছে, অডিটোরিয়ামে ঢোকার জন্য ধাক্কাধাক্কিও হয়েছিল। পরে তা ঠিক হয়ে যায়। ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে গান গাইতে শুরু করেন কেকে। মোট ২০টি গান ছিল তাঁর তালিকায়। শেষ পারফরম্যান্সে যে গানগুলি কেকে গেয়েছেন তা হল…

  • তু আশিকি হ্যায়
  • ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়
  • দিল ইবাদত
  • মেরে বিনা
  • লবো কো লবো সে
  • তুহি মেরি শব হ্যায়
  • আঁখো মে তেরি আজব সি
  • আভি আভি
  • MP3
  • তু জো মিলা
  • ইয়ারো
  • খুদা জানে
  • জরা সি দিল মে দে জাগা তু
  • আশায়ে
  • ডন
  • তুনে মারি এন্ট্রিয়া
  • দেশি বয়েজ
  • ডিস্কো
  • কোই কহে কহতা রহে
  • প্যায়ার কে পল

এই ‘প্যায়ার কে পল’ই যেন শিল্পীর স্মৃতির সঙ্গী হয়ে রয়ে গেল। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে কেকে’র পরিবার। শিল্পীর প্রয়াণের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তা হয়ে গেলেই পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হয়। তারপর মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে কেকের মরদেহ।

[আরও পড়ুন: ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে ছড়ানো হয় অগ্নি নির্বাপক গ্যাস! তাতেই অসুস্থ হয়ে পড়েন কেকে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ