Advertisement
Advertisement

Breaking News

সিনেমার সমাবর্তন

BFJA’র ‘সিনেমার সমাবর্তন’-এ কারা হলেন ২০১৯-এর সেরার সেরা? রইল তালিকা

একঝলকে ২০১৯-এর ‘সিনেমার সমাবর্তন’-এর সেরার তালিকা, দেখুন ভিডিও।

Here are the award list of WBFJA arranged 'Cinemar Somaborton'
Published by: Sandipta Bhanja
  • Posted:January 12, 2020 5:50 pm
  • Updated:January 12, 2020 8:39 pm

সন্দীপ্তা ভঞ্জ: দীর্ঘদিন ধরেই কলকাতায় ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠিত হয়ে আসছে। টলিউডের সব থেকে পুরোনো এবং ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড শো। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (West Bengal Film Journalist Association) উদ্যোগে প্রত্যেক বছরই এই অ্যাওয়ার্ড শো হয়। এই নিয়ে চতুর্থ বর্ষে পা রাখল WBFJA। ১২ জানুয়ারি, রবিবার দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমাহলে অনুষ্ঠিত হল ‘সিনেমার সমাবর্তন’। পুরোভাগে সম্পাদক নির্মল ধর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক শিলাদিত্য মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’-এর ঝুলিতে গিয়েছে মোট ৭টি পুরস্কার। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ে। বাংলা সিনেমার ইতিহাসে ‘নগরকীর্তন’-এর মতো ক্লাসিক সিনেমার জন্য মনোনয়ন তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে ‘সেরা অভিনেতা’ বিভাগের দৌড়ে পুরস্কার জিতে নিয়েছেন ঋদ্ধি সেন। ঋদ্ধি যদিও ‘পুটি’ চরিত্রের জন্য গতবছরই জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন আন্দোলনে শামিল হয়ে গ্রেপ্তার ‘জোকার’ অভিনেতা জোয়াকিন ফিনিক্স]

‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেপথ্যে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’। গায়ে জ্বর নিয়ে অসুস্থতার মধ্যেও উপস্থিত হয়েছিলেন ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠানে। অন্যদিকে ‘সেরা জনপ্রিয় অভিনেতা’ বিভাগে পুরস্কার পেলেন দু’জন।  ‘গুমনামি’র জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ডিসেম্বরে মুক্তি পাওয়া লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সাঁঝবাতি’র জন্য দেব। প্রোটাগনিস্টের পাশাপাশি কোনও সিনেমায় অ্যান্টাগনিস্ট অর্থাৎ নেচিবাচক চরিত্রও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘ভিঞ্চি দা’র জন্য সেরা নেতিবাচক চরিত্রে সেরা নির্বাচিত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। সবমিলিয়ে ২০১৯ সাল যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বেশ সুসময়, তা বলাই যেতে পারে।

Advertisement

একঝলকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ ২০১৯-এর সেরার তালিকা:

সেরা পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা অভিনেতা: ঋদ্ধি সেন (নগরকীর্তন)

সেরা অভিনেত্রী: শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)

সেরা জনপ্রিয় বাংলা ছবি: দুর্গেশগড়ের গুপ্তধন

সেরা জনপ্রিয় অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি)

                                        দেব (সাঁঝবাতি)

সেরা সহ-অভিনেত্রী: লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

                                 সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র )

সেরা সহ-অভিনেতা: রুদ্রনীল ঘোষ (কেদারা)

সেরা নেতিবাচক চরিত্র: ঋত্বিক চক্রবর্তী (ভিঞ্চি দা)

সেরা চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা সিনেম্যাটোগ্রাফার: শুভঙ্কর ভড় (কেদারা)

সেরা সম্পাদক: শুভজিৎ সিংহ (নগরকীর্তন)

সেরা প্রতিশ্রুতিমান পরিচালক: ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

সেরা প্রতিশ্রুতিমান অভিনেত্রী: তুহিনা দাস (ঘরে বাইরে আজ)

সেরা প্রতিশ্রুতিমান অভিনেতা: সায়ন ঘোষ (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত)

                                                    সুপ্রভাত (ফাইনালি ভালবাসা)

সেরা প্লে-ব্যাক গায়ক: অনির্বাণ ভট্টাচার্য (‘শাহজাহান রিজেন্সি’- ‘কিচ্ছু চাইনি আমি’)

                                    তিমির বিশ্বাস (‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’- ‘আমার ভুল হয়ে গেছে প্রিয়’)

সেরা প্লে-ব্যাক গায়িকা: লগ্নজিতা চক্রবর্তী ‘সোয়েটার’ ছবির ‘প্রেম পড়া বারণ’

[আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন আন্দোলনে শামিল হয়ে গ্রেপ্তার ‘জোকার’ অভিনেতা জোয়াকিন ফিনিক্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ