১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: সপ্তাহের প্রথম দিন কোন ছবিগুলি দেখা যাবে?

Published by: Suparna Majumder |    Posted: December 18, 2022 7:35 pm|    Updated: December 18, 2022 7:35 pm

Here is what you can this Monday at 28th Kolkata International Film Festival | Sangbad

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের পর সোমবার। চলমান চিত্রের উৎসব যাঁদের প্রিয়। সপ্তাহের প্রথম দিনের সকালেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের জন্য থাকছে পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য গসপেল অ্যাকোর্ডিং টু সেন্ট ম্যাথিউ’। নিওরিয়েলিস্ট শৈলীর সিনেমা যাঁরা পছন্দ করেন তাঁরা সকাল ন’টায় নন্দন ১ প্রেক্ষাগৃহে চলে যেতে পারেন।

the gospel

বিকেল সাড়ে চারটে নাগাদ নন্দন ১ প্রেক্ষাগৃহে দেখা যাবে দক্ষিণ কোরিয়ার ছবি ‘ব্রোকার’। হিরোকাজু পরিচালিত এই ছবিতে শিশু পাচারের মতো বিষয় দেখানো হয়েছে। সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে ড্যারেন আরোনোফস্কি পরিচালিত ‘দ্য হোয়েল’। ছবির জন্য নিজের লুক একেবারে পালটে ফেলেছেন ‘দ্য মমি’ সিনেমা খ্যাত ব্রেন্ডন ফ্রেজার। স্থূলকায় ইংরাজি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

The Whale

[আরও পড়ুন: ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান গাইবেন অরিজিৎ সিং, বড় ঘোষণা শাহরুখের]

এদিন নন্দন ২ প্রেক্ষাগৃহে বিকেল চারটে থেকে দেখা যাবে ফকরুল আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, সৌরভ শুভ্র দাস, ইন্দ্রজিৎ মজুমদার। সন্ধ্যে সাড়ে ছ’টায় নন্দন ২ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ছাদ’। ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। ইন্দ্রাণী চক্রবর্তীর পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম, রাহুল বন্দ্যোপাধ্যায়, রাজনন্দিনী পাল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

যদি একটু পুরনো ছবি দেখার ইচ্ছে থাকে তাহলে সকাল সাড়ে এগারোটায় চলে যেতে পারেন নন্দন ৩ প্রেক্ষাগৃহে। সেখানে বড়পর্দায় দেখতে পাবেন তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’। যাঁরা উৎসবের প্রথম দিন নন্দন ২ প্রেক্ষাগৃহে রিমা দাস পরিচালিত ‘তোরা’জ হাজব্যান্ড’ দেখতে পারেননি। তা সোমবার সিনেমাটি বেলা দেড়টা নাগাদ রবীন্দ্র ওকাকুরা ভবনে দেখে নিতে পারবেন।

tora's husband

[আরও পড়ুন: মিমির মিষ্টি আবদারের জবাবই দিলেন না শাহরুখ! রেগে আগুন অভিনেত্রীর অনুরাগীরা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে