BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চালকের আসনে বসে চরম গাফিলতি! ভুলের জন্য ক্ষমা চাইলেন Madhumita Sarcar

Published by: Suparna Majumder |    Posted: August 29, 2021 2:18 pm|    Updated: August 29, 2021 3:28 pm

Here is why actress Madhumita Sarcar apologizes on Instagram video | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘলা দিনে ঘরে মন টেকে না অভিনেত্রী মধুমিতা সরকারের (Madhumita Sarcar)। গাড়ির স্টিয়ারিং হাতে বেরিয়ে পড়েন রাস্তায়। তাই করেছিলেন। আচমকা ভিডিও রেকর্ড করার ইচ্ছে হয়েছিল। কিন্তু গাড়ি চালাতে চালাতে ভিডিও রেকর্ড করা উচিত নয়, একথা ভালভাবেই জানেন টলিপাড়ার নায়িকা। তাই ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিলেন তিনি।

Madhumita Sarcar FB Post

একে সপ্তাহ শেষের ছুটি, তায় আবার আকাশে সারাক্ষণ মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে। এমন দিনে কি আর ঘরে বসে থাকা যায়? মধুমিতাও পারেননি। “এই মেঘলা দিনে একলা…” স্লোগান দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন অভিনেত্রী। একহাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করছিলেন, অন্য হাতে ভিডিও রেকর্ড করছিলেন।

[আরও পড়ুন: মাদক কাণ্ডে গ্রেপ্তার অভিনেতা Armaan Kohli, বাড়ি থেকে বাজেয়াপ্ত প্রচুর নেশার সামগ্রী]

ভিডিওর শুরুতেই নিজের ভুল স্বীকার করে নেন মধুমিতা। এভাবে যে ভিডিও রেকর্ড করতে করতে গাড়ি চালাতে নেই, তা তিনি ভালভাবেই জানেন। তবে রাস্তা খালি রয়েছে, আর এত সুন্দর আবহাওয়া বলেই মোবাইল বের করে ভিডিও রেকর্ড করছেন বলে জানান অভিনেত্রী। সঙ্গে এও জানান যে তিনি খুবই ধীর গতিতে গাড়িটি চালাচ্ছেন। ড্রাইভ করতে ভালবাসেন মধুমিতা। বিশেষ করে এমন সবুজে ঘেরা ফাঁকা রাস্তা। ভিডিও বার্তায় তাও জানাতে ভোলেননি অভিনেত্রী। পাশাপাশি সকলকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

বাংলা টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয়ের সফর শুরু করেছিলেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে তাঁর ও যশ দাশগুপ্তর (Yash Dasgupta) জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিছুদিন আগেই যশের সঙ্গে ফের জুটি বাঁধেন মধুমিতা। ‘ও মন রে’ নামে মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যায় দু’জনকে। ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’-এর মতো সিনেমাতেও নজর কেড়েছেন অভিনেত্রী।

Madhumita Sarcar and Yash Dasgupta

[আরও পড়ুন: ‘আমি ছবি ক্রপ করিনি’, মাদার টেরিজার ছবি বিতর্কে ট্রোলের জবাব দিলেন Prosenjit Chatterjee]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে