সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে খুব একটা ছবি নেই। তবুও নেটপাড়ার কল্য়াণে মাঝে মধ্য়েই হইচই ফেলে দেন শ্রীদেবীকন্য়া জাহ্নবী কাপুর (janhvi kapoor)। বিতর্কও ওঠে মাঝে মধ্য়ে তাঁকে নিয়ে। কখনও ফ্য়াশন শোয়ের আগে পোশাক বিভ্রাট, তো কখনও জেনারেল নলেজ কেলেঙ্কারি। তবে এবারটি জাহ্নবী যা করলেন, তা দেখে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির জাহ্নবী। রীতিমতো বগলে বালিশ চেপে বিমানবন্দরের অন্দরে ঢুকতে দেখা গেল জাহ্নবীকে। হঠাৎ কেন বালিশ সঙ্গে তা অবশ্য় খোলসা করে বলেননি তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত, বাচ্চা কোলে কীর্তন শুনলেন সাংসদ-নায়িকা]
সূত্র বলছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সেই কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্য়াক্স রাখার জন্য়ই বালিশ নিয়ে বিমানে উঠবেন অভিনেত্রী।
আরও পড়ুন: এবার OTT-তে সলমন, অ্যাকশনে ভরপুর সিরিজে চমক দেবেন ভাইজান!]