Advertisement
Advertisement
Jawan dialogues

মাদককাণ্ডের অপমানের বদলা! ‘বাপ সে বাত কর’, ওয়াংখেড়েকে হুমকি ‘জওয়ান’ শাহরুখের?

'জওয়ান' শাহরুখের সংলাপের সঙ্গে যোগ খুঁজে পেল নেটপাড়া।

Jawan movie trailer: Internet links Shah Rukh Khan's ‘baap se baat kar’ line to Aryan Khan-Sameer Wankhede case| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2023 4:09 pm
  • Updated:August 31, 2023 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বেটে কো হাত লাগানে সে পেহেলে বাপ সে বাত কর…”, ‘জওয়ান’-এর এই দুরন্ত সংলাপ সমীর ওয়াংখেড়ের উদ্দেশেই নয় তো? প্রাক্তন এনসিবি কর্তাকে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

নেটপাড়ার একাংশের দাবি, বছর দেড়েক আগে ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডের অপমান ভুলতে পারেননি শাহরুখ (Shah Rukh Khan)! নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-কর্তা সমীর ওয়াংখেড়ের প্রমোদতরী অভিযানের জেরেই ১ মাস শ্রীঘরে কাটাতে হয়েছিল বাদশাপুত্রকে। রাজপ্রাসাদ মন্নতের ওপরে ঘনিয়ে এসেছিল কালো মেঘ! সেই মাদক মামলায় আরিখান খান ছাড় পেলেও পরবর্তীতে এনসিবি কর্তার পদ খুইয়েছেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede )। এবার ‘জওয়ান’ ট্রেলার (Jawan Trailer) মুক্তি পেতেই শাহরুখের সংলাপকে হাতিয়ার করে প্রাক্তন এনসিবি কর্তাকে ট্রোল করা শুরু করেছেন কিং-ভক্তরা।

Advertisement

Shah Rukh Khan's emotional WhatsApp chats with Sameer Wankhede

Advertisement

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

২০২১ সালের অক্টোবর মাস। আরিয়ান খান মাদককাণ্ডের পর থেকে মন্নত-এর বাইরে পা রাখেননি শাহরুখ খান। বলেছিলেন, ”ছেলে বাড়ি ফিরুক, তারপর কাজ হবে।” একুশের গোটা অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত করে বিনিদ্র রজনী কাটিয়েছিলেন। শেষমেশ একমাস বাদে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পেরে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বাবা শাহরুখ। তারপরও গোটা একমাস নিজেকে গুটিয়ে রেখেছিলেন লাইমলাইট থেকে। কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। স্থগিত ছিল ‘পাঠান’-এর শুটিং। শাহরুখের আগামী ছবি বয়কটের ডাকও উঠেছিল। খান পদবির জেরেও শাপ-শাপান্ত করা হয় অভিনেতাকে। চার বছর পর যখন ফিরলেন, সমস্ত নিন্দুকদের গালে চড় কষালেন বক্স অফিসের নম্বর দিয়ে। ‘পাঠান’ জানিয়ে দিয়েছিল শাহরুখ ‘জিন্দা হ্যায়’। 

প্রসঙ্গত, জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর রোজগার ১০০০ কোটি ছাপিয়ে গিয়েছিল। ‘জওয়ান’-এর ট্রেলার দেখে এবার অনুরাগীরা বলছেন, সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে এই ছবি।

[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ