BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘এসো কাম ছড়িয়ে দিই…’, ফেসবুক লাইভে কাকে কটাক্ষ কবীর সুমনের?

Published by: Akash Misra |    Posted: March 18, 2023 9:00 am|    Updated: March 18, 2023 9:01 am

Kabir Suman's Facebook live goes viral

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ৭৫ এ পা দিলেন কবীর সুমন। এদিনই এক সংবাদ মাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন তিনি। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই। এমনকী, এই সাক্ষাৎকার পড়ে কবীর সুমনকে হিপোক্রিট বলে কটাক্ষও করেছেন তসলিমা। তসলিমার সেই পোস্ট নিয়ে নানা হট্টগোল। সব দেখে শুনে প্রথমটা কিচ্ছুটি বলেলনি সুমন। তবে তিনি যে সহজে কাউকে ছাড়ার পাত্র নয়, তা ফের যেন বুঝিয়ে দিলেন। সরাসরি এই কটাক্ষের জবাব না দিলেও, ইঙ্গিতে বার বার তসলিমার পোস্টেরই যেন পালটা দিলেন সুমন। অন্তত, নেটিজেনদের তেমনটাই মত।  শনিবার সকাল সকাল ফেসবুক লাইভে এসে গান গাইলেন, অনুরাগীদের সঙ্গে আড্ডা দিলেন। তবে মাঝে মধ্য়েই তাঁর কথায় উঠে এল কাম, কামনা, যৌনতার কথা। স্পষ্টই কবীর সুমন বললেন, ”কামনা ছাড়া হয় নাকি! শুধু কাম, কাম আর কাম। সবার মধ্যে কাম ছড়িয়ে দাও।” তবে শুধু একথাই নয়, সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে যে তাঁর গান মঙ্গোলিয়া থেকে পুরুলিয়া সব জায়গায় ছড়িয়ে পড়ছে তাও তিনি বললেন এই ফেসবুক লাইভে। 

তা ফেসবুক পোস্টে কী লিখেছিলেন তসলিমা?

ফেসবুকে তসলিমা লিখেছিলেন, ”এই সুমনকে আমি ‘মুসলমান সুমন’ বলি না, এই সুমনকে আমি ‘হিপোক্রেট সুমন’ বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।”

[আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ স্বীকার বাংলাদেশি তারকা শাকিব খানের! দেবেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ? ]

তসলিমা আরও লিখেছিলেন, ”আমি বুঝি না, সাংবাদিকরা যখন তাঁর ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনওকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না। তাঁর নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তাঁরা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনও প্রমাণ হয়। আমার আজ সন্দেহ হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনও বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তাঁর প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না। পুনশ্চঃ মনে আছে ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তান্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন?”

[আরও পড়ুন: ‘উনিই আমায় ঠকিয়েছেন!’, ফ্ল্যাটের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পালটা পিয়া সেনগুপ্তর ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে